অভিষেকের এই কর্মসূচি ঘোষণার পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলেনেতা শুভেন্দু অধিকারী লোকসভা ভোটের আগে ‘চুরি’র টাকা ‘ঘুষ’ হিসেবে দেওয়া হচ্ছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে রবিবার বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু। আর তার ঠিক পরের দিন সোমবার আয়কর দফতরের গোয়েন্দা এবং ফৌজদারি তদন্ত বিভাগের প্রিন্সিপাল ডিরেক্টর সুনিতা বাইন্সলারকে তিন পাতার চিঠি লিখে টাকার উৎস কী, তার তদন্ত করে দেখার আবেদন জানালেন শুভেন্দু অধিকারী।
advertisement
আরও পড়ুন-কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে আজ লোকসভা নির্বাচনী বৈঠকে বসছে বঙ্গ বিজেপি
তিন পাতার লেখা চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একবারও নাম উল্লেখ না করলেও ডায়মন্ড হারবারের সাংসদ বলে বারবারই শুভেন্দু অধিকারী ওই সাংসদের বিরুদ্ধে কয়লা ও নিয়োগ দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই তদন্ত চলার কথাও তুলে ধরেন। অভিষেকের ঘোষণা মত প্রতি মাসে ৭ কোটি ৬১ লক্ষ ২০ হাজার টাকা জনৈক নাগরিকদের ব্যাঙ্ক একাউন্টে সরাসরি পৌঁছে যাবে বলেও চিঠিতে উল্লেখ করেন শুভেন্দু। শুভেন্দু অধিকারীর প্রশ্ন, এই বিপুল পরিমাণ অর্থের উৎস কি? নিয়োগ দুর্নীতি কিম্বা কয়লা পাচার মামলার টাকা দেওয়া হচ্ছে ডায়মন্ড হারবারের প্রবীণ নাগরিকদের? এই ঘটনার সঙ্গে ‘অনন্য’ আর্থিক কেলেঙ্কারির যোগের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না শুভেন্দু অধিকারী। তাই গোটা ঘটনা যাতে সংশ্লিষ্ট আয়কর বিভাগের তরফে খতিয়ে দেখা হয় তার আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা।
আরও খবর পড়তে ফলো করুন