TRENDING:

Suvendu Adhikari: ভাতা প্রায় ৮ কোটি! টাকার উৎস কী? অভিষেককে নিশানা করে আয়কর কর্তাকে বিস্ফোরক চিঠি শুভেন্দুর

Last Updated:

অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের নির্বাচনী কেন্দ্রে নতুন বছরের প্রথম মাস থেকেই নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের প্রবীণদের জন্য বার্ধক্য ভাতা প্রকল্প চালু করার কথা ঘোষণা করেন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিনই বিষ্ণুপুর এলাকায় চেকও তুলে দিয়েছেন। আর সোমবারই অভিষেকের দেওয়া ওই টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলে আয়কর দফতরকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: রবিবার জানিয়েছিলেন দাবি। আর সোমবার সরাসরি আয়কর কর্তাকে শুভেন্দু অধিকারী পাঠালেন চিঠি। রবিবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের নির্বাচনী কেন্দ্রে নতুন বছরের প্রথম মাস থেকেই নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের প্রবীণদের জন্য বার্ধক্য ভাতা প্রকল্প চালু করার কথা ঘোষণা করেন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিনই বিষ্ণুপুর এলাকায় চেকও তুলে দিয়েছেন। আর সোমবারই অভিষেকের দেওয়া ওই টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলে আয়কর দফতরকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অভিষেককে নিশানা করে আয়কর কর্তাকে বিস্ফোরক চিঠি শুভেন্দুর
অভিষেককে নিশানা করে আয়কর কর্তাকে বিস্ফোরক চিঠি শুভেন্দুর
advertisement

আরও পড়ুন– আগামী কয়েক দিন ঘন কুয়াশা বেশ কয়েকটি জেলায়, শুক্রবার থেকে ফের বাড়বে উত্তুরে হাওয়ার দাপট

অভিষেকের এই কর্মসূচি ঘোষণার পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলেনেতা শুভেন্দু অধিকারী লোকসভা ভোটের আগে ‘চুরি’র টাকা ‘ঘুষ’ হিসেবে দেওয়া হচ্ছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে রবিবার বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু। আর তার ঠিক পরের দিন সোমবার আয়কর দফতরের গোয়েন্দা এবং ফৌজদারি তদন্ত বিভাগের প্রিন্সিপাল ডিরেক্টর সুনিতা বাইন্সলারকে তিন পাতার চিঠি লিখে টাকার উৎস কী, তার তদন্ত করে দেখার আবেদন জানালেন শুভেন্দু অধিকারী।

advertisement

আরও পড়ুন-কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে আজ লোকসভা নির্বাচনী বৈঠকে বসছে বঙ্গ বিজেপি

তিন পাতার লেখা চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একবারও নাম উল্লেখ না করলেও ডায়মন্ড হারবারের সাংসদ বলে বারবারই শুভেন্দু অধিকারী ওই সাংসদের বিরুদ্ধে কয়লা ও নিয়োগ দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই তদন্ত চলার কথাও তুলে ধরেন। অভিষেকের ঘোষণা মত প্রতি মাসে ৭ কোটি ৬১ লক্ষ ২০ হাজার টাকা জনৈক নাগরিকদের ব্যাঙ্ক একাউন্টে সরাসরি পৌঁছে যাবে বলেও চিঠিতে উল্লেখ করেন শুভেন্দু। শুভেন্দু অধিকারীর প্রশ্ন, এই বিপুল পরিমাণ অর্থের উৎস কি? নিয়োগ দুর্নীতি কিম্বা কয়লা পাচার মামলার টাকা দেওয়া হচ্ছে ডায়মন্ড হারবারের প্রবীণ নাগরিকদের? এই ঘটনার সঙ্গে ‘অনন্য’ আর্থিক কেলেঙ্কারির যোগের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না শুভেন্দু অধিকারী। তাই গোটা ঘটনা যাতে সংশ্লিষ্ট আয়কর বিভাগের তরফে খতিয়ে দেখা হয় তার আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজো নয়, বর্ধমানের 'এই' গ্রামে কালীপুজোই আসল! দূরদূরান্ত থেকে ছুটে আসে মানুষ
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: ভাতা প্রায় ৮ কোটি! টাকার উৎস কী? অভিষেককে নিশানা করে আয়কর কর্তাকে বিস্ফোরক চিঠি শুভেন্দুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল