TRENDING:

'ছারপোকাদের ভয় পায় না আর্মি...', ধর্না মঞ্চে উঠেই কাদের নিশানা করলেন শুভেন্দু অধিকারী? 

Last Updated:

Suvendu Adhikari: "সেনা আপনাকে দেখে পালায়নি, আপনি সেনাকে দেখে মেয়ো রোড থেকে পালিয়ে ডোরিনা ক্রসিং গিয়েছেন।" ধর্মতলায় সেনাবাহিনীর ধর্না মঞ্চে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে এমনই আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: “সেনা আপনাকে দেখে পালায়নি, আপনি সেনাকে দেখে মেয়ো রোড থেকে পালিয়ে ডোরিনা ক্রসিং গিয়েছেন।” ধর্মতলায় সেনাবাহিনীর ধর্না মঞ্চে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে এমনই আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ফের একবার তাঁকে দেশবিরোধী এবং সেনা বিরোধী বলে মন্তব্য করেন তিনি।
শুভেন্দু অধিকারী Image-News 18 bangla
শুভেন্দু অধিকারী Image-News 18 bangla
advertisement

গান্ধি মূর্তির পাদদেশে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ  খোলা নিয়ে ভারতীয় সেনার কার্যত সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্যের বিরোধিতায় প্রাক্তন সেনা আধিকারিকদের একাংশ বৃহস্পতিবার ধর্না দিচ্ছে। এ জন্য পুলিশি অনুমতি না পেয়ে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়।

আরও পড়ুন: ‘আমি সম্পূর্ণ নির্দোষ… আমাকে মুক্তি দিন…’ নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন, হাসপাতালের বেড থেকেই কাতর আর্তি পার্থর!

advertisement

এই আবেদনে, আদালত শর্তসাপেক্ষে তাঁদের অনুমতি দিয়েছিল। কিন্তু সেই শর্তে বলা ছিল, কোনও রাজনৈতিক দলের নেতা তাঁদের ধর্না মঞ্চে আসতে বা থাকতে পারবেন না। তাহলে শুভেন্দু কীভাবে যোগ দিলেন? এই প্রশ্নের উত্তর বিজেপি বিধায়ক নিজেই দিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: ট্রেনের কামরায় উঠে এলেন GRP অফিসার…! মহিলা যাত্রী হঠাৎ ফিসফিসিয়ে ‘কিছু’ বললেন, শুনতেই ঘাম ছুটল ইন্সপেক্টরের!

advertisement

তাঁর স্পষ্ট কথা, “কোনও দলের নেতা হয়ে নয়, আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এখানে এসেছি। সুতরাং কোর্টের নির্দেশ অমান্য করার কোনও প্রশ্নই ওঠে না, বরং, আমরা নিয়ম-কানুন, আদালত মেনেই চলি।”

আরও পড়ুন: বছরের পর বছর পোকামাকড় ঘেঁষবে না চালের হাঁড়িতে…! এইভাবে ‘স্টোর’ করুন ‘চাল’, শিখে নিন ছোট্ট মোক্ষম ‘কৌশল’!

advertisement

এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, “এমন ভাব করেন যেন এটা আলাদা একটা রাষ্ট্র এবং তিনি এর প্রধানমন্ত্রী। তাঁর দেশবিরোধী মনোভাব স্পষ্ট।” শুভেন্দুর কথায়, ভারতীয় সেনা কাউকে ভয় পায় না। তাঁদের চিন ভয় পায়, পাকিস্তান পা ধরে। সুতরাং, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তাঁরা পালিয়ে যাবেন, এটা কখনই হতে পারে না। তাঁর সংযোজন, দেশের মধ্যে যেমন অনেক ‘টুকরে-টুকরে’ গ্যাং রয়েছে, মমতা আচরণও ঠিক তেমন।

advertisement

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “ভারতীয় সেনাকে অপমান করার সাহস দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জবাব মানুষ দেবে। এই প্রেক্ষিতেই তিনি তাঁর পদত্যাগ দাবি করেন। এই অবস্থান-বিক্ষোভ করতে চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন সেনা আধিকারিকরা। কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনও অনুমতি দেয়নি। কারণ হিসেবে জানানো হয়েছিল, সেখানে বিদ্যুতের কাজ চলছে। কিন্তু কলকাতা হাইকোর্ট আবেদনকারীদের অনুমতি দিয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
'ছারপোকাদের ভয় পায় না আর্মি...', ধর্না মঞ্চে উঠেই কাদের নিশানা করলেন শুভেন্দু অধিকারী? 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল