TRENDING:

Suvendu Adhikari: ইচ্ছে মতো বিদ্যুতের মাশুল আর নয়? সিইএসসি অভিযানে নতুন আইনের ভরসা দিলেন শুভেন্দু

Last Updated:

শুধু সিইএসসি নয়, খুব শিগগিরই বিজেপি সল্টলেকে বিদ্যুৎ ভবন অভিযানেও যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিদ্যুতের মাশুল কমানোর জন্য সিইএসসি-কে সময় বেঁধে হুঁশিয়ারি দিয়ে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ ১৫ অগাস্টের মধ্যে বিদ্যুতের মাশুল কমানো না হলে একটানা পাঁচ দিন সিইএসসি-র সদর দফতরের সামনে ধরনা দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা৷
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
advertisement

কলকাতা হাইকোর্টের থেকে অনুমতি পাওয়ার পর এ দিন বিজেপি সদর দফতর থেকে সিইএসসির সদর দফতর ভিক্টোরিয়া হাউজ পর্যন্ত মিছিল করে বিজেপি৷ মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷

বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা বলেন, এই একচ্ছত্র ব্যবসার বীজ পুঁতে গিয়েছিল সিপিএম৷ বটবক্ষে পরণিত করেছে তৃণমূল কংগ্রেস৷

শুভেন্দু অধিকারী দাবি করেন, কেন্দ্রীয় সরকার খুব শিগগিরই বিদ্যুৎ ক্ষেত্রে একচ্ছত্র ব্যবসা আটকাতে মডেল বিদ্যুৎ বিল নিয়ে আসতে চলেছে৷ সেই আইন পাস হলেই ইচ্ছে মতো বিদ্যুতের মাশুল নেওয়া বন্ধ হবে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা৷ তাঁর দাবি, ২০২২ সালেই ওই বিল সংসদে পাস হয়েছে৷ খুব শিগগিরই তা আইনে পরিণত হবে৷

advertisement

আরও পড়ুন: এটাই রাহুল গান্ধির নতুন বাড়ি? সব কিছু ঠিকঠাক তো, দেখে এলেন বোন প্রিয়াঙ্কা

তবে শুধু সিইএসসি নয়, খুব শিগগিরই বিজেপি সল্টলেকে বিদ্যুৎ ভবন অভিযানেও যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাজ্য সরকারকে আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘এই দেউলিয়া সরকার পেট্রোল ডিজেলের সেজ বাড়িয়েছে এক টাকা 4 তারিখ ভোটের ফল প্রকাশের পর । এছাড়া জমি কেনা বেচা করলেও বেড়েছে ট্যাক্স। সোম থেকে শুক্র আমরা লাগাতার অবস্থান করবো এই ভিক্টোরিয়া হাউস এর সামনে । আমরা ১৫ দিন সময় দিয়ে গেলাম সিইএসসিকে। বিক্ষোভ করুন, মনোপলি ভাঙতে হবে। বাংলায় বাজার গুলোতে আগুন লেগেছে।’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: ইচ্ছে মতো বিদ্যুতের মাশুল আর নয়? সিইএসসি অভিযানে নতুন আইনের ভরসা দিলেন শুভেন্দু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল