TRENDING:

Suvendu Adhikari: 'ধরুন আর খরচ করুন!' দুর্গাপুর, রাজগঞ্জ কাণ্ডের পর বাংলাতেও যোগী মডেল চান শুভেন্দু

Last Updated:

দুর্গাপুর এবং রাজগঞ্জের ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতিও দাবি করেছেন বিরোধী দলনেতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজ্যে ধর্ষণ সহ নারী নির্যাতনের ঘটনা আটকাতে উত্তর প্রদেশ মডেলের পক্ষে সওয়াল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে যোগী আদিত্যনাথের দেখানো এই মডেলই চালু করবে বলেও দাবি করেন বিরোধী দলনেতা৷ গতকালই দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে৷ জলপাইগুড়ির রাজগঞ্জেও এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ৷ এই জোড়া ঘটনার পরিপ্রেক্ষিতেই শুভেন্দুর পরামর্শ, ধরুন আর খরচ করুন৷
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
advertisement

বিরোধী দলনেতা বলেন, ‘হাথরস, ত্রিপুরায় যাঁরা টিম পাঠিয়েছিলেন সেই বাঘিনীদের টিম কখন রাজগঞ্জে যাচ্ছে সেই জবাব চাই । এ রাজ্যে ফর্মুলা একটাই৷ চন্দ্রবাবু নাইডু, উত্তর প্রদেশের মতো ধরুন আর খরচ করুন।’

রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করে শুভেন্দু আরও বলেন, ‘কুলতলি, চন্দননগর, হাসখালি, কালিয়াগঞ্জ- কোথাও বিচার হয়নি। উত্তর প্রদেশে কীভাবে থামাচ্ছে । দৃষ্টান্তমূলক শাস্তি কোথায় হয়েছে এ রাজ্যে? এই দুই ঘটনায় আমরা ছাড়ব না । বৃহত্তর আন্দোলনে নামব । আগামিকাল রাজগঞ্জে ওই নির্যাতিতা নাবালিকার পরিবারের কাছে যাবে বিজেপি বিধায়কদের টিম । দুর্গাপুরে ইতিমধ্যেই বিধায়কদের টিম আছে। নারী সুরক্ষা নিয়ে লড়াই আগামী দিনে আরও তীব্র করবে বিজেপি-র রাজ্য নেতৃত্ব। রাজনীতি, ধর্ম ভুলে সব মহিলারা ঐক্যবদ্ধ হন।’

advertisement

দুর্গাপুর এবং রাজগঞ্জের ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতিও দাবি করেছেন বিরোধী দলনেতা৷ প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়েও৷ ধর্ষণের মতো অপরাধে ফাঁসির শাস্তি হলেও এ রাজ্যে তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় দারুণ চাহিদা, বাড়তি আয়ের আশা! নপাড়ায় জোরকদমে চলছে 'এই' জিনিস তৈরির কাজ
আরও দেখুন

শুভেন্দু অধিকারী বলেন, ‘মাটিগাড়ায় দু বছর আগে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। তার ফাঁসির আদেশ হলেও কার্যকর হয়নি। এ রাজ্যে কার্যকর হয় না । কামদুনি মামলাতেও এ রকমই করেছে এ রাজ্যের সিআইডি। এখানে যোগী আদিত্যনাথের রাজত্ব চাই।’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: 'ধরুন আর খরচ করুন!' দুর্গাপুর, রাজগঞ্জ কাণ্ডের পর বাংলাতেও যোগী মডেল চান শুভেন্দু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল