বিরোধী দলনেতা বলেন, ‘হাথরস, ত্রিপুরায় যাঁরা টিম পাঠিয়েছিলেন সেই বাঘিনীদের টিম কখন রাজগঞ্জে যাচ্ছে সেই জবাব চাই । এ রাজ্যে ফর্মুলা একটাই৷ চন্দ্রবাবু নাইডু, উত্তর প্রদেশের মতো ধরুন আর খরচ করুন।’
রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করে শুভেন্দু আরও বলেন, ‘কুলতলি, চন্দননগর, হাসখালি, কালিয়াগঞ্জ- কোথাও বিচার হয়নি। উত্তর প্রদেশে কীভাবে থামাচ্ছে । দৃষ্টান্তমূলক শাস্তি কোথায় হয়েছে এ রাজ্যে? এই দুই ঘটনায় আমরা ছাড়ব না । বৃহত্তর আন্দোলনে নামব । আগামিকাল রাজগঞ্জে ওই নির্যাতিতা নাবালিকার পরিবারের কাছে যাবে বিজেপি বিধায়কদের টিম । দুর্গাপুরে ইতিমধ্যেই বিধায়কদের টিম আছে। নারী সুরক্ষা নিয়ে লড়াই আগামী দিনে আরও তীব্র করবে বিজেপি-র রাজ্য নেতৃত্ব। রাজনীতি, ধর্ম ভুলে সব মহিলারা ঐক্যবদ্ধ হন।’
advertisement
দুর্গাপুর এবং রাজগঞ্জের ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতিও দাবি করেছেন বিরোধী দলনেতা৷ প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়েও৷ ধর্ষণের মতো অপরাধে ফাঁসির শাস্তি হলেও এ রাজ্যে তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি৷
শুভেন্দু অধিকারী বলেন, ‘মাটিগাড়ায় দু বছর আগে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। তার ফাঁসির আদেশ হলেও কার্যকর হয়নি। এ রাজ্যে কার্যকর হয় না । কামদুনি মামলাতেও এ রকমই করেছে এ রাজ্যের সিআইডি। এখানে যোগী আদিত্যনাথের রাজত্ব চাই।’