TRENDING:

বর্ষা বিদায়ের মাঝেও তুমুল বৃষ্টি হতে পারে কিছু জেলায়! কালীপুজোর আগে কমবে বৃষ্টির দাপট? কলকাতার কী হবে? বড় আপডেট দিল হাওয়া অফিস

Last Updated:
শুক্রবারেও দুপুরবেলায় আকাশ কালো করে বৃষ্টি হয়েছে কলকাতা-সহ একাধিক জেলায়। কিন্তু, এর মাঝেই আশার কথা শোনাল হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যেই আগামী দুই তিন দিনে বাংলায় বর্ষা বিদায়ের শুরু হবে। কিন্তু, দক্ষিণ বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্তের প্রভাবে আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে।
advertisement
1/5
বর্ষা বিদায়ের মাঝেও তুমুল বৃষ্টি হতে পারে কিছু জেলায়! কালীপুজোর আগে কমবে বৃষ্টির দাপট?
শুক্রবারেও দুপুরবেলায় আকাশ কালো করে বৃষ্টি হয়েছে কলকাতা-সহ একাধিক জেলায়। কিন্তু, এর মাঝেই আশার কথা শোনাল হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যেই আগামী দুই তিন দিনে বাংলায় বর্ষা বিদায়ের শুরু হবে। কিন্তু, দক্ষিণ বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্তের প্রভাবে আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে।
advertisement
2/5
এই প্রসঙ্গে হাওয়া অফিস জানায়, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি থাকছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সতর্কতা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস। কলকাতা-সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।
advertisement
3/5
রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা আগামী সপ্তাহেই।
advertisement
4/5
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। ভারী বৃষ্টির আর কোন সতর্কবার্তা নেই। বেশিরভাগ সময় পরিষ্কার আকাশ। আকাশ আংশিক মেঘলা থাকবে। পার্বত্য এলাকায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। কিছু এলাকায় কিছু অংশে সামান্য সময়ের জন্য হতে পারে বৃষ্টি হতে পারে। কিন্তু, ক্রমশ কমবে সেই বৃষ্টির সম্ভাবনাও। সপ্তাহ শেষে আবহাওয়ার পরিবর্তন। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে। আরও কমবে বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহে বর্ষা বিদায়ের প্রস্তুতি।
advertisement
5/5
আগামী সপ্তাহ থেকেই হাওয়ার দিক বদল। দক্ষিণ পশ্চিমা বাতাসের পাশাপাশি উত্তর পশ্চিম বাতাসের প্রভাব বাড়বে। দুই বাতাসের সংস্পর্শে কুয়াশার সম্ভাবনা তৈরি হবে রাতে ও সকালের দিকে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
বর্ষা বিদায়ের মাঝেও তুমুল বৃষ্টি হতে পারে কিছু জেলায়! কালীপুজোর আগে কমবে বৃষ্টির দাপট? কলকাতার কী হবে? বড় আপডেট দিল হাওয়া অফিস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল