TRENDING:

Suvendu Adhikari vs Abhishek Banerjee: ইডি-র এক দাবিতেই সূত্রপাত, ট্যুইট-যুদ্ধে শুভেন্দু-অভিষেক! ছবি-লেখায় তীব্র লড়াই

Last Updated:

Suvendu Adhikari vs Abhishek Banerjee: ট্যুইট আর রিট্যুইট করে তরজায় জড়ালেন শুভেন্দু-অভিষেক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত সূত্রে গত সোম থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতার একাধিক জায়গায় ম্যারাথন তল্লাশি চালিয়েছিল ইডি। তার মধ্যে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র অফিস, তাঁর মেয়ে-জামাইয়ের ফ্ল্যাটও ছিল। বুধবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই বিজ্ঞপ্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। তা নিয়েই ট্যুইট, পাল্টা ট্যুইট যুদ্ধে জড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী।
অভিষেক শুভেন্দু
অভিষেক শুভেন্দু
advertisement

বিরোধী দলনেতা লেখেন, ‘আমি এক জনের স্মৃতিকে একটু তাজা করে দিতে চাই, যিনি বার বার বলেছেন, তদন্তকারী সংস্থা যদি তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ দিতে পারে তা হলে তিনি স্বেচ্ছায় ফাঁসির মঞ্চের দিকে হেঁটে যাবেন। বাংলার মানুষ তাঁর এই সমস্ত কথাকে ধর্তব্যের মধ্যে ধরেন না। আপনার ফাঁসির মঞ্চে যাওয়ার দরকার নেই। তার চেয়ে বরং তদন্তকারী সংস্থার অফিসে যান। আশা করি আপনার বিবেককে জাগ্রত করার জন্য এটুকুই যথেষ্ট।’

advertisement

আরও পড়ুন: ইসরোর চন্দ্রযান ৩-এর টার্গেট অবিশ্বাস্য, চাঁদে নেমে কী কী খুঁজবে বিক্রম ও প্রজ্ঞান?

নারদ স্টিং অপারেশনে শুভেন্দুর ছবি রিট্যুইট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক পাল্টা লেখেন, ‘আশা করি আপনার বিবেক জাগ্রত করার জন্য এই ছবিটি যথেষ্ট। আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি, আপনি কবে তদন্ত সংস্থার দফতরে যাবেন?’

advertisement

আরও পড়ুন: এতটা পথ পেরিয়ে চাঁদের বুকে ল্যান্ডার বিক্রম, এখন তার বিশ্রাম নেওয়ার পালা! কতক্ষণ, কেন? জানুন

অভিষেকের এই ট্যুইটকে রিট্যুইট করে শুভেন্দু লেখেন, ‘এ ব্যাপারে আপনি কেন আপনার কাকা ফিরহাদ হাকিম, দাদু সৌগত রায় আর পিসি কাকলি ঘোষ দস্তিদারকে জিজ্ঞাসা করছেন না?’ ফের শুভেন্দুর ট্যুইটকে, রিট্যুইট করে অভিষেক লেখেন, ‘নারদকাণ্ডের এফআইআরে যাঁদের নাম রয়েছে, তাঁদের সবার বিরুদ্ধে তদন্ত হোক।’ এভাবেই ট্যুইট আর রিট্যুইট করে তরজায় জড়ালেন শুভেন্দু-অভিষেক।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আবীর ঘোষাল

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari vs Abhishek Banerjee: ইডি-র এক দাবিতেই সূত্রপাত, ট্যুইট-যুদ্ধে শুভেন্দু-অভিষেক! ছবি-লেখায় তীব্র লড়াই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল