TRENDING:

'ভয় পাবেন না,পাশে আছি', হটুগঞ্জের ঘটনায় আহতদের সঙ্গে দেখা করে 'ভরসা' দিলেন শুভেন্দু অধিকারী

Last Updated:

Suvendu Adhikari : তৃণমূলের 'সন্ত্রাস' এর প্রতিবাদে হাজরা মোড়ে ব্যাপক জমায়েতের ডাক শুভেন্দুর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : "ভয় পাবেন না। পাশে আছি। লড়াই জারি রাখুন। বিজেপি আপনাদের সব ধরনের সাহায্য করবে।" বাইপাসের ধারে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দলীয় কর্মীদের কাছে গিয়ে এই বার্তাই দিলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, ডায়মন্ড হারবারের লাইটহাউজ ময়দানে শুভেন্দু অধিকারীর সভায় আসার সময় হটুগঞ্জে তৃণমূলের হাতে আক্রান্ত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী- সমর্থক।
কর্মীদের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দেন শুভেন্দু
কর্মীদের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দেন শুভেন্দু
advertisement

সভায় বিজেপি কর্মী সমর্থকদের আসার ব্যাপারে শুধুমাত্র বাধা দেওয়াই নয়, তৃণমূল আশ্রিত সমাজবিরোধীদের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যানবাহনে ভাঙচুর আগুন ধরানোর পাশাপাশি বহু কর্মী সমর্থককে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। রেয়াত করা হয়নি শিশুদেরও। সেই তাণ্ডবেই আহত হন বেশ কয়েকজন বলে দাবি করেন শুভেন্দু।

advertisement

সোমবার সন্ধ্যায়  সেই সব আহতর শারীরিক অবস্থার খোঁজ নিতে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে দলের অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে  শুভেন্দু অধিকারী চিকিৎসাধীন কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। তখনই কর্মীদের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দেন শুভেন্দু। হাসপাতালে যাওয়ার আগে এদিন রীতিমতো সাংবাদিক সম্মেলন করে পুলিশ তথা সরকারকে তোপ দেগে বিরোধী দলনেতা বলেন, " হটুগঞ্জের ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে শুভেন্দু বলেন, মহা প্রভাবশালীর নির্দেশে পুলিশের সামনেই তাণ্ডব চালিয়েছে শাসক দলের হার্মাদ বাহিনী।"

advertisement

আরও পড়ুন : রাজস্থানের পুষ্করের মন্দিরে আজ দুপুরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে রীতিমতো হুঁশিয়ারির সুরে শুভেন্দু বলেন, " আদালতের নির্দেশমতো আমার যাত্রাপথে নিরাপত্তা সুনিশ্চিত করলেও পুলিশ ও তৃণমূল মিলে কৌশলগতভাবে দলীয় কর্মী সমর্থকদের আমার সভায় আসতে বাধা দিয়েছে। বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ একাধিক নেতা কর্মীর নামে মিথ্যে মামলা রুজু করা হয়েছে। প্রত্যেকের জামিন হয়ে গেলেই  দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে ব্যাপক জমায়েত করে আমরা এর প্রতিবাদ জানাব। সেই প্রতিবাদের আওয়াজ এমন তীব্র হবে যাতে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কান পর্যন্ত পৌঁছয়।"

advertisement

আরও পড়ুন :  রাজস্থান সফরে আজ আজমের শরিফে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সেরা ভিডিও

আরও দেখুন
মেলায় বিনোদন নয়, শিশুদের শেখানো হচ্ছে আত্মরক্ষার পাঠ! স্যালুট জানানোর মতো উদ্যোগ
আরও দেখুন

পুলিশের বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগ তুলে চলতি মাসেই সুন্দরবন, কুলপি থানা অভিযানেরও এদিন ডাক দেন শুভেন্দু। প্রসঙ্গত, চিকিৎসাধীন আহত ও গ্রেফতার হওয়া দলীয় কর্মী সমর্থকদের  আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসার খরচ বহন করার কথাও জানান শুভেন্দু অধিকারী।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
'ভয় পাবেন না,পাশে আছি', হটুগঞ্জের ঘটনায় আহতদের সঙ্গে দেখা করে 'ভরসা' দিলেন শুভেন্দু অধিকারী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল