শুভেন্দুর অভিযোগ, ''এটা তো সবে সকাল। এরপর ছবি কেনার বিষয় তো আসছে। কার ছবি কিনেছিলেন এত জন? লিওনার্দো দ্য ভিঞ্চির ছবি নাকি? অনেকেই ভাবছেন, সারদা কাণ্ড তো পুরনো হয়ে গিয়েছে। তাই না? অপেক্ষা করুন, এবার ছবি আসছে।''
আরও পড়ুন: শীতের আগমনের মধ্যেই আবহাওয়া নিয়ে বড় খবর! আগামী ২-৩ দিনের জন্য সতর্কতা
advertisement
এরপর শুভেন্দু অধিকারী বলেন, ''সারদাকাণ্ড নিয়ে ফের এবার এগোবে হচ্ছে ইডি। সারদাকাণ্ডে অন্যতম অভিযুক্ত রজত মজুমদারের ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন গোয়েন্দারা। শুক্রবারও গভীর রাত পর্যন্ত জেরা করা হয়েছে তাঁকে।''
আরও পড়ুন: সোমবার থেকেই এসএসসি মামলায় বড় চমক, সিটের প্রধান হয়ে এলেন নতুন অফিসার!
ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীকে বারবার বলতে শোনা গিয়েছিল, ''ছবি বিক্রির টাকায় আমি দল চালাব।'' কিন্তু মুখ্যমন্ত্রীর আঁকা ছবির মূল্য নিয়ে প্রশ্ন তোলেন চিত্রকলা বিশেষজ্ঞরা।