Ssc Scam: সোমবার থেকেই এসএসসি মামলায় বড় চমক, সিটের প্রধান হয়ে এলেন নতুন অফিসার!

Last Updated:

Ssc Scam: হাই কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতিতে সিটের প্রধান অশ্বভিন সিনভী সোমবার নিজাম প্যালেসে কাজে যোগ দিলেন।

এসএসসি দুর্নীতিতে নতুন অফিসার
এসএসসি দুর্নীতিতে নতুন অফিসার
#কলকাতা : নিয়োগ দুর্নীতি তদন্তে এবার সিটের প্রধান হিসাবে কলকাতায় নিজাম প্যালেসে এসে উপস্থিত হলেন  অশ্বভিন সেনভি। ডিআইজি পদমর্যাদার অফিসার সোমবার কলকাতায় আসেন। নিজাম প্যালেসে  সকাল আটটায় এসে হাজির হন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অশ্বভিন সেনভী SIT-এর প্রধান হয়ে যোগ দিলেন। নিজাম প্যালেসে গ্রুপ সি ও গ্রুপ ডি যাঁরা চাকরি পেয়েছেন ও যাঁরা পাননি, দু ধরণের ব্যক্তিদের বয়ান সোমবার রেকর্ড করে সিবিআই নিয়োগ দুর্নীতিতে হাই কোর্টে নির্দেশে পরই তৎপর সিবিআই।
সম্প্রতি হাই কোর্ট নিয়োগ দুর্নীতি তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে। তদন্ত গতি অত্যন্ত ধীরে হওয়ায়সিটের প্রধান রাজীব মিশ্রকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট। হাই কোর্ট নির্দেশ দেয়, সিবিআই ডিআইজি অখিলেশ সিং-কে সিট প্রধান পদে নিয়োগের জন্য। সিবিআই সিটের তদন্তের অগ্রগতি খুবই ধীরগতির। গ্রুপ ডি ৫৪২ জনকে জিজ্ঞেস করলে অনেক তথ্য বেরিয়ে আসত এমনটাই হাই কোর্ট নির্দেশ দেয়।
advertisement
হাই কোর্ট জানায়, সিবিআই তা করতে পারেনি। সিবিআই নতুন করে ৪ অফিসারের নাম আদালতকে জানায়, অংশুমান সাহা, বিশ্বনাথ চক্রবর্তী, প্রদীপ ত্রিপাঠি, ওয়াসিম আক্রম খান। এই  চার ইন্সপেক্টরকে সিটে নতুন করে সংযুক্ত করার নির্দেশ দেয়। দুই অফিসারকে সরিয়ে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কে সি রিষিনামল, ডেপুটি এসপিইমরান আশিক, ইন্সপেক্টর। নিয়োগ দুর্নীতি সিবিআই SIT তদন্তের প্রধান অখিলেশ সিং-এর বদল চেয়ে বিচারপতির নির্দেশ বদল চেয়ে সিবিআই  আবেদন করে  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে।
advertisement
advertisement
কারণ অখিলেশ সিং আসামে আইজি পদে উন্নীত হওয়ায় ও যোগ দেওয়ায় তিনি সিটের প্রধানের দায়িত্ব নিতে পারেননি। তাঁকে বদলির জন্য ছাড়পত্র স্বরাষ্ট্রমন্ত্রক দেয় গত ১৫ নভেম্বর। কারণ অসম সরকার অক্টোবর মাসে সিবিআইকে জানিয়েছিল অসম ক্যাডারে ওই অফিসারকে আসামে ফিরিয়ে নেওয়ার জন্য। সেই অনুসারে অখিলেস পদন্নতি হওয়ায়ে  আসামে আইজি পদে তিনি যোগ দেন।সিবিআই SIT তদন্তের প্রধান পদে অখিলেশ সিং পরিবর্তে তিন ডিআইজি নামের বিকল্প বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানান সিবিআই।ডিআইজি সুধাংশু খারেকলকাতা সিবিআই স্পেশাল ব্রাঞ্চ হেড, ডিআইজি মাইকেল রাজ, ঝাড়খন্ড, ডিআইজি অশ্বভিন সানভী, চন্ডীগড়।
advertisement
এরপর ডিআইজি অশ্বভিন শানভীকেই সিটের প্রধান পদে নিযুক্ত করা হয়।  সিবিআই নিয়োগ দুর্নীতিতে এবার গতি বাড়াতে তৎপর। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে যাঁরা চাকরি পেয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় দিন ভর। পাশাপাশি মুর্শিদাবাদের স্কুল পরিদর্শকদের নিজামে তলব করা হয়েছিল। বয়ান রেকর্ড করা হয়েছে। আর সেকারণে সোমবার সাত সকালে নিজাম প্যালেসে এসে কাজে যোগ দেন সিটের প্রধান।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ssc Scam: সোমবার থেকেই এসএসসি মামলায় বড় চমক, সিটের প্রধান হয়ে এলেন নতুন অফিসার!
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement