গতকাল, বুধবার উনি গ্রেফতারির সময় বলেছেন, ‘‘আমি মেল, আপনি লেডি, আমাকে টাচ করবেন না। জবাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করে বলেন, ‘‘মহিলাদের মা এর চোখে দেখি আমরা। আর আপনি আপনার স্ত্রী ও শ্যালিকাকে দিয়ে থাইল্যান্ডের ব্যাঙ্কে বেনামে অ্যাকাউন্ট খুলেছেন। তাই নারীকে যারা আমরা মা ও দেবী দুর্গার চোখে দেখি তাদের দিয়ে আপনি কয়লার টাকা পাচার-সহ নানান ধরনের অনৈতিক কাজ করেন। তাই আপনার মত আমার স্বভাব নয় নারীকে অসম্মান করা।’’
advertisement
অভিষেকের বিরুদ্ধে শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ, ‘‘পরিকল্পনা করে উনি নবান্ন অভিযানের দিন মহিলা দিয়ে আমায় ঘিরে রেখে আমার জন্য ফাঁদ পেতেছিলেন । আমি সেই ফাঁদে পা না দেওয়াতেই ভাইপোর খুব রাগ হয়েছে। পুলিশকে নির্দেশ দিয়ে উনি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) প্রায় সাত-আট জন মহিলাকে দিয়ে আমায় ফাঁদে ফেলতে চেয়েছিলেন। যাতে আমি ওই মহিলাদের সঙ্গে অভব্য আচরণ কিছু করলেই আমাকে জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া যায়। কিন্তু আমি সচেতন ছিলাম। পুলিশকর্তাদের নির্দেশে মহিলা পুলিশ কর্মীরা আমাকে উত্যক্ত করার চেষ্টা করলেও আমি সচেতন ছিলাম। এক জন মহিলা পুলিশ আধিকারিকের নাম করে পিছন থেকে ধাক্কা মারারও অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা।
আরও পড়ুন- বিজেপি নেতারা বলেছিলেন ১৫ সেপ্টেম্বর বোমা ফাটবে... কী বোমা ? কৌতূহল তুঙ্গে
শুভেন্দুর দাবি, ‘‘অনেক রকম ভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল। কিন্তু আমি সেই ফাঁদে পা দিইনি। তা সত্ত্বেও আমাকে রাহুল সিনহা এবং লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে পুলিশ চরম দুর্ব্যবহার করেছে।’’