শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরেই শোরগোল পড়ে গিয়েছে কোতুলপুরে। গত পঞ্চায়েত নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি থেকে শাসকদলের নেতা-মন্ত্রীদের নিশানা করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুট করার অভিযোগ তুলেছিলেন তিনি৷ স্থানীয় মানুষজনকে সেই সমস্ত ছোট ছোট ‘চোর’-দের ধরার কার্যত নিদান দেন শুভেন্দু। বাকিদের ধরে জেলে ভরার দায়িত্ব তাঁর উপরে ছেড়ে দেওয়ার কথাও শোনা গিয়েছিল তাঁর মুখে।
advertisement
আরও পড়ুন: ধর্মতলার সমাবেশের জন্য স্পেশাল ‘থিম সং’ লঞ্চ করে ফেলল বিজেপি, বদলে গেল শুভেন্দুদের ‘ডিপি’
আর এবার কোতুলপুরের সভামঞ্চ থেকে স্থানীয় মানুষজনকে নিয়ে নিজেই বালি মাফিয়ার বিরুদ্ধে অভিযান চালানোর অঙ্গীকার নিলেন শুভেন্দু অধিকারী৷ সরব হন কয়লা চুরি নিয়েও।
আরও পড়ুন: শীতের শুরুতেই সাগরে ঘনাচ্ছে জোড়া ঘূর্ণি! তুমুল বৃষ্টি আসছে বলে.. জানুন আপডেট
শনিবার কোতুলপুরের সভা থেকে রীতিমতো পুলিশকে হুঙ্কার দেন শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার পুলিশ সুপারের নির্দেশেই জেলাজুড়ে বেআইনিভাবে বালি পাচার রমরমিয়ে চলছে বলেও এদিন দাবি করেন বিরোধী দলনেতা। লোকসভা ভোটের সময় ওই পুলিশ সুপারকে ‘গ্যারাজ’ করার হুঁশিয়ারি দিয়ে শুভেন্দুর ঘোষণা, ‘‘আগামী ১১ ডিসেম্বর বাঁকুড়ার এসপি অফিস ঘেরাও অভিযান করব।’’
ভেঙ্কটেশ্বর লাহিড়ী