TRENDING:

Suvendu Adhikari: 'অন্তত দশ ওয়ার্ডে জিততেই হবে', বাস্তব বুঝেই দলকে লক্ষ্য বেঁধে দিলেন শুভেন্দু

Last Updated:

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পুরভোট নিয়ে কলকাতা হাইকোর্ট মঙ্গলবার কী রায় দেয়, তা দেখে রাজ্য নির্বাচন কমিশনে যাবে বিজেপি (Suvendu Adhikari)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ছোট লাল বাড়ি দখলের স্বপ্ন দূর অস্ত৷ বরং বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কলকাতার পুরভোটে দলকে টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ বিরোধী দলনেতার পরামর্শ, কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে অন্তত দশটিতে জয় নিশ্চিত করতেই হবে বিজেপি-কে (BJP)৷ তার জন্য প্রয়োজনে তিনি নিজে মাঠে নেমে ঝাঁপাবেন বলেও দলীয় নেতা, কর্মীদের আশ্বস্ত করেছেন শুভেন্দু অধিকারী (Kolkata Municipal Corporation Elections 2021)৷
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
advertisement

সোমবার আইসিসিআর-এ কলকাতা জেলা বিজেপি-র প্রার্থী ও সংগঠকদের জন্য বৈঠক করেন শুভেন্দু অধিকারী৷ সেই বৈঠকেই বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন বিরোধী দলনেতা৷ তাঁর এই বক্তব্য থেকেই স্পষ্ট, পুরভোট নিয়ে রাজ্য বিজেপি নেতারা মুখে যে দাবিই করুন না কেন, বাস্তব পরিস্থিতি বুঝে খুব বেশি আশাবাদী নন তাঁরাও৷

আরও পড়ুন: কলকাতায় চাই সবুজ-ঝড়, দুদিনেই 'গুরুদায়িত্ব' সামলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

advertisement

শুভেন্দু অধিকারী এ দিন বলেন, '২০১৯- এর লোকসভা ভোটে বিজেপি প্রায় ৫০টা ওয়ার্ডে জিতেছিল। কিন্তু, বর্তমান পরিস্থিতিতে আমাদের নিশ্চিত জয়ের জন্য ১০টি ওয়ার্ড টার্গেট করতে হবে। এই দশটি ওয়ার্ডে আমি নিজে নেতা হিসেবে নয়, সাধারণ কর্মীর মতো কাজ করব৷' কোনও সমস্যায় পড়লে প্রার্থী, কর্মীরা যাতে তাঁকে জানাতে পারেন, সেই জন্য নিজের হোয়্যাটসঅ্যাপ নম্বরও দিয়ে দেন বিরোধী দলনেতা৷

advertisement

আরও পড়ুন: বুঝে নেওয়া যাবে 'মন', ২০২৪-এর লক্ষ্যে কলকাতা পুরভোটেই যে পথ নিচ্ছে তৃণমূল...

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পুরভোট নিয়ে কলকাতা হাইকোর্ট মঙ্গলবার কী রায় দেয়, তা দেখে রাজ্য নির্বাচন কমিশনে যাবে বিজেপি৷ ভোটে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে কমিশনে দরবার করবে তারা৷ যদিও কমিশনে কী হল না হল তা নিয়ে না ভেবে নেতা, কর্মীদের প্রচারে জোর দিতে বলেন শুভেন্দু অধিকারী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

বিরোধী দলনেতা জানিয়েছেন, আগামী ৮ ডিসেম্বর পুরভোটের জন্য দলীয় ইস্তেহার প্রকাশ করবে বিজেপি৷ 'মিশন কলকাতা' নামে বিজেপি-র সেই ইস্তেহার নিয়েও প্রচারের পরামর্শ দেন বিরোধী দলনেতা৷ এমন কি, সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ডগুলিতেও হাল না ছাড়ার জন্য দলীয় কর্মীদের পরামর্শ দিয়েছেন শুভেন্দু৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: 'অন্তত দশ ওয়ার্ডে জিততেই হবে', বাস্তব বুঝেই দলকে লক্ষ্য বেঁধে দিলেন শুভেন্দু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল