তাঁর বিস্ফোরক অভিযোগ, ‘‘২০২১ সালের ৫ মে-র পর থেকে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যে মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে আমার বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য আইনজীবীদের খরচ মিটিয়েছে ২০ কোটি টাকা।’’ এর থেকে প্রতিহিংসার বড় উদাহরণ ভূ-ভারতে কোথাও পাওয়া যাবে না বলে দাবি করে শুভেন্দু অধিকারী এও বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে ১৯৫৬ ভোটে হারানোর জ্বালা উনি সহ্য করতে পারছেন না। এটাই আমার অপরাধ। আর সে কারণেই আমার বিরুদ্ধে ২১টি এবং আমার ভাইয়ের বিরুদ্ধেও গত ছ'মাসে ৮ টি এফআইআর দায়ের করা হয়েছে।’’
advertisement
শুভেন্দু অধিকারীর চাঞ্চল্যকর দাবি, ‘‘আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিষয়টি শুধুমাত্র সামনে এসেছে। অবসর নেওয়ার পরেও তাঁর পক্ষে নির্দিষ্ট মামলার পরিপ্রেক্ষিতে আইনি লড়াইয়ের জন্য সরকারি টাকা খরচ করে আইনজীবীদের মামলা লড়ার জন্য মোটা টাকা যেমন মেটানো হয়েছে পাশাপাশি আমার বিরুদ্ধে মিথ্যে মামলার পরিপ্রেক্ষিতে খ্যাতনামা আইনজীবীদেরও ২০ কোটি টাকা দেওয়া হয়েছে সরকারি কোষাগার থেকে।’’
আরও পড়ুন- টাকা-পয়সা নিয়ে ঠকতে হবে! আর কী আছে ভাগ্যে সূর্যের রাশি পরিবর্তনে?
রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক অনুষ্ঠানে বলেছিলেন যে, ‘‘আমাদের সংস্কৃতি মাথা উঁচু করে চলার। বাইরে থেকে আসা কিছু লোক সোশ্যাল মিডিয়ার নাম করে উল্টোপাল্টা রটাচ্ছেন। এ সব না করে তাঁরা বাংলার উন্নয়নে নজর দিলে ভাল হত। আমাদের গাল দিন তাতে কিছু যায় আসে না। আমরা প্রতিহিংসাপরায়ণ নই। তাই বদলা নয়, বদল চাই বলেছিলাম। সেই কারণেই গ্রেফতার করাইনি।’’ সোমবার মুখ্যমন্ত্রীর করা এই মন্তব্যেরই কার্যত জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কটাক্ষের সুরে বললেন, ‘‘আমার দুটি অপরাধ। প্রথমত ওনাকে নন্দীগ্রামে হারিয়েছি। এটাই আমার মূল অপরাধ। আর দ্বিতীয় বিষয় হল, সব পদ, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া। আর সেই কারণেই আমার বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’
নিজের পুরনো দলের সুপ্রিমোর বিরুদ্ধে তীব্র সুর চড়িয়ে শুভেন্দু অধিকারী বিধানসভা চত্বরে দাঁড়িয়ে সোমবার সাংবাদিকদের বললেন, ‘‘প্রতিহিংসার এই দৃষ্টান্ত বাংলা ছাড়া আর কোথাও দেখতে পাওয়া যাবে না।’’