এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি শুধু বলেছেন, ‘আমি চিকিৎসার বিষয়ে কিছু বলব না। এটা ডাক্তার বাবুরা দেখবেন। যেভাবে জরুরি অবতরণ করে তাঁকে নামানো হয়েছে তা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। এটা নিয়ে আমি বেশি কিছু বলব না।’
আরও পড়ুন: চিকিৎসকদের পরামর্শ অগ্রাহ্য, বাড়ি ফিরলেন মমতা! কী ধরা পড়ল এমআরআই রিপোর্টে?
advertisement
শুভেন্দু অধিকারী এ দিন কমিশনে এসেছিলেন কয়েকজন দলীয় বিধায়ককে নিয়ে৷ তিনি বলেন, ‘বিজেপির পক্ষ থেকে বিভিন্ন সময় আমরা এসেছি। আজকে বিজেপি-র পক্ষ থেকে আমার উপস্থিতিতে একটি প্রতিনিধি দল এসেছে। শুক্রবার দিন আমি জানিয়েছিলাম যে সঞ্জয় বনশল নিয়ে উত্তর বেআইনি। আমরা বলছি লুকিয়ে লুকিয়ে এটা কেন হচ্ছে। কমিশনার বলছেন আমরা প্রতিদিন প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছি। আমরা আজকে বলেছি ‘দিদিকে বলো’ এবং ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচির ফোন নম্বর একই হয় কী করে ! উনি বলেছেন, এখন ডিলিট হয়ে গেছে। সবই মুখে মুখে তিনি বলছেন। যাতে কোনও ভাবে মুখ্যমন্ত্রী রুষ্ট না হয়, তার মরিয়া চেষ্টা।’
তিনি বলেন, “আমরা স্পষ্ট করে একটা দাবি জানিয়েছি। জেলায় ভোট হয় না। গ্রামাঞ্চলে হয়। অনেক জায়গায় পৌর সংস্থা ভোট হয়। সেখানে এক কোম্পানি দিয়ে ভোট করতে হবে। সমস্ত আইসি, প্রিসাইডিং আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর কমান্ড্যান্টদের নাম এবং ফোন নম্বর দিতে হবে।”
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।