স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ প্রার্থীদের মনোনয়নে বাধা ইস্যুতে বিকল্প পদ্ধতিতে প্রার্থীদের মনোনয়নে কোনও ব্যবস্থা নেয়নি কমিশন, এই প্রশ্ন তুলেও প্রয়োজনীয় ব্যবস্থার আবেদন জানিয়ে রাজ্য বিজেপির তরফে বিরোধী দলনেতা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন। রাজ্য বিজেপির লিগাল সেলের বৈঠকে বৃহস্পতিবার আদালতে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
advertisement
আরও পড়ুন: হাওড়ায় ঘুরছিলেন এক মহিলা, সঙ্গে সাইড ব্যাগ! তাতে যা ছিল, চমকে উঠল গোটা এলাকা
শুভেন্দু অধিকারীর অভিযোগ ‘ এখনও পর্যন্ত ৫০টিরও বেশি ব্লকে শাসক দল তৃণমূল কংগ্রেসের বাধায় বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি। প্রার্থীরা মনোনয়ন পত্র জমা কিংবা অন্য বিষয়ে অভিযোগ জানাতে হলে আইনে অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলার কথা থাকলেও কমিশন এ ব্যাপারে নীরব’। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তোপ দেগে শুভেন্দুর এও অভিযোগ,’ বারবার কামিশনের কাছে নালিশ জানিয়েও কোনও ফল মিলছে না। তাই এই কমিশনারের ওপর আমাদের কোনও আস্থা নেই। তাই মাঠে ময়দানে লড়াই করার পাশাপাশি আইনি লড়াই জারি থাকবে’।
আরও পড়ুন: কলকাতা এয়ারপোর্টের ‘ওইখানে’ কীভাবে আগুন? বাড়ছে রহস্য, কীসের ইঙ্গিত মিলছে?
গত মঙ্গলবার বিরোধীদের পঞ্চায়েত ভোট মামলার রায় দিতে গিয়ে রাজ্য নির্বাচন কমিশনের উপরই কার্যত আস্থা রাখেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই রায়কে স্বাগত জানালেও মামলার অন্যতম আবেদনকারী শুভেন্দু অধিকারীর কথায়, ”আদালত আমাদের বক্তব্যকে অনেক ক্ষেত্রেই মান্যতা দিলেও রাজ্য নির্বাচন কমিশন আইন মেনে কাজ করছে না। বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। সেই কারণেই বৃহস্পতিবার সেই বিষয়গুলি আদালতের নজরে আনব।”