TRENDING:

Saradha Chit Fund Scam: সারদা চিটফান্ড কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে ‘হতাশ’ বঙ্গ বিজেপি? প্রধানমন্ত্রীকে চিঠিতে কী লিখলেন শুভেন্দু?

Last Updated:

Suvendu Adhikari on Saradha Chit fund Case: 'আমরা চাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সারদা মামলা সহ সব ক্ষেত্রেই দ্রুত তদন্ত শেষ করুক। অপরাধীরা সাজা পাক'। বলছে গেরুয়া শিবির। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: কয়েক দিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু, সেই চিঠির ছত্রে ছত্রে যেন ঝরে পড়েছে শুভেন্দু অধিকারীর 'হতাশা'। সারদা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে  শুভেন্দু কার্যত প্রশ্ন তুলে দিয়েছেন সিবিআইয়ের ভূমিকা নিয়েই বলে মত ওয়াকিবহাল মহলের।
সারদা চিটফান্ড কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে ‘হতাশ’ বঙ্গ বিজেপি? প্রধানমন্ত্রীকে চিঠিতে কী লিখলেন শুভেন্দু?
সারদা চিটফান্ড কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে ‘হতাশ’ বঙ্গ বিজেপি? প্রধানমন্ত্রীকে চিঠিতে কী লিখলেন শুভেন্দু?
advertisement

সারদা চিট ফান্ড মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন সিবিআই 'অনাগ্রহী'? উনি কি মুখ্যমন্ত্রী বলে? নাকি প্রভাবশালী বলে? এমনটাই প্রশ্ন শুভেন্দু অধিকারীর। বগটুই থেকে নিয়োগ দুর্নীতি। প্রতি ক্ষেত্রেই সিবিআই তদন্তের দাবিতে সরব হতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। সেই শুভেন্দুই কি এবার 'হতাশ' সিবিআই তদন্তে? প্রশ্ন তুলে দিল সোমবার প্রধানমন্ত্রীকে লেখা বিরোধী দলনেতার চিঠি। যাতে সারদা চিটফান্ড তদন্তের প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, দেশের শীর্ষ আদালতের নির্দেশের প্রেক্ষিতে ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সিবিআইয়ের। যিনি তাঁর ক্ষমতাকে কাজে লাগিয়ে সারদা থেকে সুবিধা ভোগ করেছেন। সারদা থেকে সবথেকে বেশি সুবিধা পেয়েছেন। তবুও কেন সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গড়িমসি করছে? তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) চেয়ারের ওজনের জন্যই কি এগোতে পারছে না সিবিআই? কিন্তু ক্ষমতাশালীরা যাতে ছাড় না পান, সেই কারণেই তো সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছিল বলেও দাবি শুভেন্দুর। তবে, শুভেন্দু একা নন। কিছু দিন আগে দিলীপ ঘোষের গলাতেও শোনা গিয়েছে সিবিআই তদন্তে অনাস্থার কথা।

advertisement

আরও পড়ুন- ভোট বড় বালাই...ফিরহাদ হাকিমের পাশে সুকান্ত! ফুরফুরা শরিফের চেয়ারম্যান সংখ্যালঘু সম্প্রদায়ের নয় কেন? প্রশ্ন বঙ্গ পদ্ম সেনাপতির 

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত কয়েকমাস ধরে সিবিআই তদন্ত চলছে। কোনও প্রভাব পড়ছে না। বিজেপির  অসংখ্য কর্মীকে খুন করা হয়েছে। সিবিআই ক’জনকে সাজা দিয়েছে? এই প্রশ্নও তুলেছিলেন দিলীপ। বগটুই-এর প্রসঙ্গ টেনে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রীও। বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেন, ‘‘বগটুইয়ে যাঁকে গ্রেফতার করা হয়েছিল, তাঁকে সিবিআইয়ের হেফাজতে মেরে ফেলা হল। বঙ্গে একাধিক ইস্যুতে সিবিআই তদন্ত চেয়ে বিজেপি সরব। এই প্রেক্ষাপটে বঙ্গ বিজেপি নেতাদের একাংশের সিবিআই-এর  প্রতি 'অনাস্থা' নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এদিকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ-সহ অন্যান্য রাজ্য পদ্ম নেতৃত্বেরও একই সুর। সবাই বলছে, ‘‘আমরা চাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সারদা মামলা-সহ সব ক্ষেত্রেই দ্রুত তদন্ত শেষ করুক। আপরাধীরা সাজা পাক ৷ ’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Saradha Chit Fund Scam: সারদা চিটফান্ড কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে ‘হতাশ’ বঙ্গ বিজেপি? প্রধানমন্ত্রীকে চিঠিতে কী লিখলেন শুভেন্দু?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল