TRENDING:

Suvendu Adhikari on JU: ‘অতি বাম’ তুলে চাঁচাছোলা শুভেন্দু! যাদবপুরে ছাত্রী মৃত্যুতে কোন প্রসঙ্গ টানলেন, বললেন...

Last Updated:

সোমবার কলকাতা থেকে নয়াদিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন শুভেন্দু অধিকারী৷ সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ছাত্রী মৃত্যুর ঘটনা নিয়ে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ৷ অতি বাম মনস্কতার প্রসঙ্গ তুলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তুললেন, ‘‘আমাদের ইউজিসি, আমাদের শিক্ষাব্যবস্থা, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যা পরিবেশ, তা এখানে তৈরি করতে দেয় না৷’’ এখানেই শেষ নয়, ‘এই সব’ ছাত্রছাত্রীদের ‘রাষ্ট্রবিরোধী’, ‘জাতীয়তাবাদ’ বিরোধী বলেও মন্তব্য করেন শুভেন্দু৷ বিরোধী দলনেতার অভিযোগ, এসব সত্ত্বেও ‘ভোটের লাভে’র জন্য তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুরের ‘এই সমস্ত’ ছাত্রছাত্রীদের লালনপালন করেন৷

advertisement

সোমবার কলকাতা থেকে নয়াদিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন শুভেন্দু অধিকারী৷ সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ছাত্রী মৃত্যুর ঘটনা নিয়ে৷ তার উত্তরেই ‘অতি বাম ’ মনস্কতার প্রসঙ্গ তোলেন শুভেন্দু৷ বলেন, ‘‘এরা গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ চায়, সংবিধান মানে না৷’’

advertisement

আরও পড়ুন: বঙ্গের দুর্গাপুজোয় আমন্ত্রণ! অমিত শাহের সঙ্গে ৪৫ মিনিট…দিল্লিতে বৈঠক সারলেন শুভেন্দু

শুভেন্দু বলেন, ‘‘ওখানে (যাদবপুর বিশ্ববিদ্যালয়ে) মদ-গাঁজা-চরসের আখড়া করে রেখেছে৷ ওখানে সিসিটিভি লাগাতে দেবে না৷ বন্দে মাতরমও গাইত দেবে না৷’’

advertisement

শুভেন্দুর দাবি, এই ছাত্ররা ভোটের সময়নো ভোট টু মোদিস্লোগান দেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাঙ্কে লাভ পান৷

এর পরেই শুভেন্দু বলেন, “বিজেপি-কে ক্ষমতায় আনুন, সব সাফ করে দেব।” যাদবপুরের বর্তমান পরিস্থিতিকে পার্থেনিয়াম আগাছার সঙ্গে তুলনা করে তিনি বলেন, “যাদবপুরে যত পার্থেনিয়াম আছে সব পরিষ্কার করে দেব।”

advertisement

আরও পড়ুন: ‘কান খুলে শুনে নিন…,’ বিহার থেকে বাংলার নাম তালিকায় রেখেই, মোদি যা বললেন…স্পষ্ট বার্তা

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছে ঝিলপাড়ে জলে পড়ে সেখানকার ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যু হয়েছে৷ সোমবার যাদবপুর থানায় মেয়ের মৃত্যুতে খুনের অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁর বাবা৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari on JU: ‘অতি বাম’ তুলে চাঁচাছোলা শুভেন্দু! যাদবপুরে ছাত্রী মৃত্যুতে কোন প্রসঙ্গ টানলেন, বললেন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল