TRENDING:

Suvendu Adhikari: রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি 'উদ্বেগজনক'! শুভেন্দু অধিকারীর চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে, চারপাতার চিঠিতে শোরগোল!

Last Updated:

Suvendu Adhikari: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে লেখা চিঠিতে রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিদল পাঠানোর আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে বহু মানুষের। অথচ সরকার উদাসীন। তা নিয়ে এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি মহামারির আকার ধারণ করেছে বলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে লেখা চারপাতার চিঠিতে জানিয়েছেন বিরোধী দলনেতা, শুভেন্দু।
ডেঙ্গি নিয়ে শুভেন্দুর চিঠি
ডেঙ্গি নিয়ে শুভেন্দুর চিঠি
advertisement

শুভেন্দুর অভিযোগ, 'ডেঙ্গি নিয়ে আসল তথ্য গোপন করছে রাজ্য সরকার। যথাযথ রক্ত পরীক্ষাও করা হচ্ছে না। বর্তমান ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতির হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিক কেন্দ্র'। চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে শুভেন্দু এও আরজি করেন, রাজ্যের স্বাস্থ্য বিভাগের যারা ডেঙ্গি মোকাবিলার দায়িত্বপ্রাপ্ত, যারা উদাসীন, তাঁদের বিরুদ্ধেও আইন মোতাবেক কড়া ব্যবস্থা নেওয়ার।

advertisement

আরও পড়ুন : তিন দিনের নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, রাজনৈতিক সভা থেকে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে লেখা চিঠিতে রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিদল পাঠানোর আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা-সহ গোটা রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। অবিলম্বে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ডেঙ্গি মোকাবিলায় পদক্ষেপ নিক। রাজ্যে বিশেষজ্ঞ চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল যাতে পাঠিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা হয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর কাছে সেই আবেদনও করেছেন শুভেন্দু।

advertisement

ডেঙ্গির পজিটিভিটি রেট অত্যন্ত বেশি, সেই পরিসংখ্যানও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার পজিটিভিটি রেট ৩৫ শতাংশ, হুগলির পজিটিভিটি রেট ২৩ শতাংশ, জলপাইগুড়ির পজিটিভটি রেট ১৮ শতাংশ, উত্তর ২৪ পরগনার পজিটিভিটি রেট ১৪ শতাংশ বলে দাবি শুভেন্দুর।

প্রসঙ্গত, রাজ্যে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা সমস্ত বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। চিঠিতে উল্লেখ করে, রাজ্য সরকার ডেঙ্গি মোকাবিলায় কার্যত হাত গুটিয়েই বসে রয়েছে বলে অভিযোগ শুভেন্দুর। রাজ্যজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে বহু মানুষের। অথচ সরকার উদাসীন। তা নিয়েও চিঠিতে সরব হন শুভেন্দু অধিকারী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

ভেঙ্কটেশ্বর লাহিড়ী

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি 'উদ্বেগজনক'! শুভেন্দু অধিকারীর চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে, চারপাতার চিঠিতে শোরগোল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল