TRENDING:

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর, শিক্ষাক্ষেত্র নিয়ে বিস্ফোরক অভিযোগ! বদলাবে নিয়ম?

Last Updated:

Suvendu Adhikari: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে নালিশ করেন যে, টাকা কেন্দ্রের, অথচ রাজ্যের সরকারি স্কুল ইউনিফর্মে বিশ্ব বাংলার লোগো লাগানো হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: 'স্কুল শিক্ষা দফতরের ব্যাপক দুর্নীতি ও অনিয়ম ঠেকিয়ে বাংলার পড়ুয়াদের স্বার্থরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মন্তব্য কেন্দ্রীয়  শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। নিজের ফেসবুক পেজে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবি প্রকাশ করে তিনি লেখেন,' বিরোধী দলনেতা তাঁর সঙ্গে দেখা করে রাজ্য স্কুল শিক্ষা দফতরের দুর্নীতি সহ একাধিক বিষয় তাঁকে অবগত করেছেন। আমি শুভেন্দু অধিকারীকে নিশ্চিত করেছি যে,  ছাত্র-ছাত্রীদের স্বার্থরক্ষায় কেন্দ্রীয় শিক্ষাদফতর প্রতিশ্রুতিবদ্ধ'।
ধর্মেন্দ্রর কাছে অভিযোগ শুভেন্দুর
ধর্মেন্দ্রর কাছে অভিযোগ শুভেন্দুর
advertisement

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে নালিশ করেন যে, টাকা কেন্দ্রের, অথচ রাজ্যের সরকারি স্কুল ইউনিফর্মে বিশ্ব বাংলার লোগো লাগানো হচ্ছে। রাজ্যের জন্য স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস প্রকল্পের অধীনস্ত কেন্দ্রের শিক্ষা দফতরের অনুদান ৪০০ কোটি টাকা দাবি করে সেই টাকাতেও পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কাটমানি নেওয়ার গুরুতর অভিযোগও সামনে আনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

advertisement

আরও পড়ুন: বাংলার আবহাওয়ায় বড় বদল, সতর্ক থাকার নির্দেশ হাওয়া অফিসের! কলকাতার জন্য সতর্কতা

শুভেন্দু অধিকারীর তরফে ধর্মেন্দ্র প্রধানের হাতে এই সংক্রান্ত প্রয়োজনীয় স্কুল ইউনিফর্মের নমুনা ও প্রয়োজনীয় নথিপত্রও তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের রাজ্য সফরের মাঝেই তাঁর সঙ্গে বৃহস্পতিবার দেখা করে শুভেন্দু অধিকারী মন্ত্রীকে আবেদন করে বলেন, ‘প্রয়োজনীয় সামগ্রী কেনার ক্ষেত্রে  ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ টাকা অভিভাবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়ার ব্যবস্থা করা হোক। এতে একদিকে যেমন সামগ্রীর গুণমান বজায় থাকবে পাশাপাশি দুর্নীতিও হবে না'।

advertisement

আরও পড়ুন: পুজোর মুখে কাজ হারাবেন বাংলার লক্ষ শ্রমিক! ১ সেপ্টেম্বর থেকে বন্ধ বীরভূমের বেশিরভাগ পাথর খাদান, ক্র্যাশার

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ধর্মেন্দ্র প্রধানের কাছে শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ করে বলেন, 'শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ কেন্দ্রীয় অনুদানেও কাটমানি নেওয়া হচ্ছে। সরকারের তরফে ছাত্র-ছাত্রীদের নিম্নমানের স্কুল ইউনিফর্ম দেওয়া হচ্ছে। তাই কেন্দ্রীয় বরাদ্দের টাকা সরকারকে না দিয়ে সরাসরি অভিভাবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ুয়া পিছু বরাদ্দ টাকা জমা দেওয়া হোক। এই ব্যবস্থা চালু হলে নির্দিষ্ট সামগ্রীর গুণমান যাচাই করে অভিভাবকরা তা কিনতে পারবেন। এর ফলে একদিকে যেমন কেন্দ্রীয় সরকারি টাকার অপচয় বন্ধ হবে অন্যদিকে আখেরে লাভ হবে পড়ুয়াদের'। এ ব্যাপারে অবগত হওয়ার পরপরই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বার্তা, 'শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম বরদাস্ত করা হবে না'।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর, শিক্ষাক্ষেত্র নিয়ে বিস্ফোরক অভিযোগ! বদলাবে নিয়ম?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল