প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে নালিশ করেন যে, টাকা কেন্দ্রের, অথচ রাজ্যের সরকারি স্কুল ইউনিফর্মে বিশ্ব বাংলার লোগো লাগানো হচ্ছে। রাজ্যের জন্য স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস প্রকল্পের অধীনস্ত কেন্দ্রের শিক্ষা দফতরের অনুদান ৪০০ কোটি টাকা দাবি করে সেই টাকাতেও পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কাটমানি নেওয়ার গুরুতর অভিযোগও সামনে আনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
advertisement
আরও পড়ুন: বাংলার আবহাওয়ায় বড় বদল, সতর্ক থাকার নির্দেশ হাওয়া অফিসের! কলকাতার জন্য সতর্কতা
শুভেন্দু অধিকারীর তরফে ধর্মেন্দ্র প্রধানের হাতে এই সংক্রান্ত প্রয়োজনীয় স্কুল ইউনিফর্মের নমুনা ও প্রয়োজনীয় নথিপত্রও তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের রাজ্য সফরের মাঝেই তাঁর সঙ্গে বৃহস্পতিবার দেখা করে শুভেন্দু অধিকারী মন্ত্রীকে আবেদন করে বলেন, ‘প্রয়োজনীয় সামগ্রী কেনার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ টাকা অভিভাবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়ার ব্যবস্থা করা হোক। এতে একদিকে যেমন সামগ্রীর গুণমান বজায় থাকবে পাশাপাশি দুর্নীতিও হবে না'।
ধর্মেন্দ্র প্রধানের কাছে শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ করে বলেন, 'শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ কেন্দ্রীয় অনুদানেও কাটমানি নেওয়া হচ্ছে। সরকারের তরফে ছাত্র-ছাত্রীদের নিম্নমানের স্কুল ইউনিফর্ম দেওয়া হচ্ছে। তাই কেন্দ্রীয় বরাদ্দের টাকা সরকারকে না দিয়ে সরাসরি অভিভাবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ুয়া পিছু বরাদ্দ টাকা জমা দেওয়া হোক। এই ব্যবস্থা চালু হলে নির্দিষ্ট সামগ্রীর গুণমান যাচাই করে অভিভাবকরা তা কিনতে পারবেন। এর ফলে একদিকে যেমন কেন্দ্রীয় সরকারি টাকার অপচয় বন্ধ হবে অন্যদিকে আখেরে লাভ হবে পড়ুয়াদের'। এ ব্যাপারে অবগত হওয়ার পরপরই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বার্তা, 'শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম বরদাস্ত করা হবে না'।