TRENDING:

Suvendu Adhikari: ২০২০ সালের ডিসেম্বরে, বিজেপিতে যাওয়ার আগে কী ঘটেছিল? শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ! বললেন, 'শুভেন্দুবাবু মনে রাখুন...'

Last Updated:

Suvendu Adhikari: কুণাল ঘোষ বলেন, 'যারা অন্যায় করেছেন, তাদের পাশে কেউ দাঁড়িয়ে থাকছে না। যখনকার কথা বলা হচ্ছে, তখন তো শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলে।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিস্ফোরক মন্তব্য কুণালের
বিস্ফোরক মন্তব্য কুণালের
advertisement

কলকাতা: অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো দাগি বা অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম, একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট ১৮০৬ জন ‘দাগিপ্রার্থীদের নাম রয়েছে প্রকাশিত হয়েছে তালিকায়। যদিও এসএসসি-র প্রকাশিত এই তালিকাকে নিয়ে শুরু থেকেই তীব্র আক্রমণ শানাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে, এবার শুভেন্দুকেই পাল্টা দুর্নীতির অভিযোগে বিঁধলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

advertisement

শুক্রবার কুণাল ঘোষ বলেন, যারা অন্যায় করেছেন, তাদের পাশে কেউ দাঁড়িয়ে থাকছে না। যখনকার কথা বলা হচ্ছে, তখন তো শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলে। তার দায়িত্বে একাধিক জেলা ছিল। শুভেন্দু বাবু অভিযোগ করার আগে মনে রাখুন, তিনি বিজেপিতে গিয়েছেন ২০২০ সালের ডিসেম্বর মাসে৷ তার আগে রিপোর্ট পাননি তিনি?

advertisement

এরপরই কুণালের সংযোজন,সরকারি শিক্ষা ব্যবস্থা ও পরিকাঠামো যথাযথ আছে। সময়েরঙ্গে সঙ্গে বদল এসেছে৷ বহু বেসরকারি স্কুল ধুঁকছে। বাংলার একাধিক বেসরকারি শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত, তাদের তো ত্রিপুরায় বিজেপি ডেকে নিয়ে যাচ্ছে

advertisement

আরও পড়ুন: পৈতৃক সম্পত্তি বা জমিতে পাওয়ার অফ অ্যাটর্নি-ইচ্ছাপত্র কোনও মালিকানার প্রমাণ নয়! তাহলে? বিরাট রায় সুপ্রিম কোর্টের

যদিও এসএসসি-র প্রকাশ করা তালিকাকে আগেই ‘ভোগাস’ বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি নিয়ে আইনি জটিলতাকে চালিয়ে যেতে চান। ১৮০৪ জনের নাম প্রকাশ করেছে। এটা অসম্পূর্ণ তালিকা৷ এই সংখ্যাটা ৬ হাজারের বেশি৷ ২০২২ সালের নির্দেশে যা উল্লেখ করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিগঙ্গোপাধ্যায়রাজ্য সরকার স্বীকার করে নিল ১৮০৪ জনের চাকরি অবৈধভাবে তারা দিয়েছে৷ স্বাধীনতার পর দেশে এমন নজির নেই৷ এমন কি, ত্রিপুরাতেও বামফ্রন্ট সরকার অবৈধভাবে চাকরি দেওয়ার কথা স্বীকার করেনি৷ প্রমাণিত হল সরকার বেআইনি কাজ করেছে৷ এটা কোনও নির্বাচিত সরকার করতে পারে না

advertisement

শুভেন্দু অধিকারী আরও বলেন, বাংলার যুবক- যুবতীদের কাছে কথা দিতে পারি বিরোধী দলনেতা হিসেবে যে ১৮০৬ জন বেআইনিভাবে চাকরি পেয়েছেন, বিজেপি সরকারে আসার পর তাঁদের নামে এফআইআর করে মন্ত্রী আমলা যাঁরা বেআইনিভাবে চাকরি দিয়েছে তাঁদের বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা নেব। বিজেপিকে সরকারে আনুন। আমি কথা দিচ্ছি আট মাস বাদে দেখে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় সহ তাঁর মন্ত্রীদের ভবিষ্যতের ঠিকানা জেল।”

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: ২০২০ সালের ডিসেম্বরে, বিজেপিতে যাওয়ার আগে কী ঘটেছিল? শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ! বললেন, 'শুভেন্দুবাবু মনে রাখুন...'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল