আরও পড়ুন– আচমকা মুখ্যমন্ত্রীর পাড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু কেন?
অতীতের বেশ কিছু অশান্তির ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে কারণেই এই আধা সামরিক বাহিনী মোতায়েন করার দাবি জানিয়ে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ‘‘আমি সংবিধানের যারা রক্ষাকর্তা রয়েছেন তাদের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও দাবি জানাচ্ছি যাতে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা ও রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন সুষ্ঠুভাবে পালন করার লক্ষ্যে তারাও যাতে বাংলার অতীতের নানান অশান্তির ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দিন আধা সামরিক বাহিনী মোতায়েন করার বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবে দেখেন। ২২ তারিখ সেনসিটিভ এলাকায় প্যারামিলিটারি ফোর্স মোতায়েন ও রুটমার্চ করার জন্য আমি রাজ্যপালকে বলব তিনি যেন কেন্দ্রকে অবিলম্বে এ ব্যাপারে জানান।’’
advertisement
আরও পড়ুন- রাশিফল ১৭ জানুয়ারি; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শাসক দল তৃণমূলকে কড়া আক্রমণ করে শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘রাম মন্দির উদ্বোধনের দিন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে সেদিন অশান্তি পাকানোরও চেষ্টা করতে চাইছে শাসক দল। এর থেকে সবাই সতর্ক থাকুন।’’