Suvendu Adhikari: আচমকা মুখ্যমন্ত্রীর পাড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু কেন?

Last Updated:

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রাম লালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাজরা মোড়ে আমন্ত্রণ পত্র, অক্ষত চাল এবং মাটির প্রদীপ বিতরণ করলেন শুভেন্দু অধিকারী।

আচমকা মুখ্যমন্ত্রীর পাড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু কেন?
আচমকা মুখ্যমন্ত্রীর পাড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু কেন?
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আচমকা মমতার পাড়ায় শুভেন্দু। রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের হাজরাতে আচমকা কর্মসূচি পালন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রাম লালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাজরা মোড়ে আমন্ত্রণ পত্র, অক্ষত চাল এবং মাটির প্রদীপ বিতরণ করলেন শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার বিকেলে যখন সাংবাদিক সম্মেলন করে আগামী ২২ জানুয়ারি কলকাতায় সম্প্রীতি মিছিল করার পাশাপাশি বিভিন্ন ইসুতে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগছেন ঠিক তখনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌঁছে যান কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া তথা তাঁর বিধানসভা কেন্দ্র ভবানীপুরের হাজরা মোড়ে। উপলক্ষ্য, রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে পথচলতি মানুষ ও ব্যবসায়ীদের আমন্ত্রণ পত্র, অক্ষত চাল এবং মাটির প্রদীপ বিতরণ কর্মসূচি পালন।
advertisement
advertisement
এদিনই প্রথমার্ধে নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে এক লক্ষ প্রদীপ বিতরণ করার পাশাপাশি ২০ হাজার পরিবারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংকল্প প্রতি ঘরে দীপাবলি উৎসবের মাধ্যমে ভগবান শ্রীরাম চন্দ্রকে স্মরণ করা এবং এই আনন্দঘন মুহূর্তকে স্মরণ করে রাখার বার্তা দেন শুভেন্দু অধিকারী। আর এরপর আচমকা মঙ্গলবার বিকেলে শুভেন্দু পৌঁছে যান মুখ্যমন্ত্রীর খাস তালুকে। টানা প্রায় আধঘন্টা ধরে হাজরা মোড়ে একই ভাবে চলে শুভেন্দুর অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে বিশেষ কর্মসূচি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: আচমকা মুখ্যমন্ত্রীর পাড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু কেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement