TRENDING:

Suvendu Adhikari | Abhishek Banerjee: বিমানবন্দরে বাধা থেকে ED-র তলব, অভিষেক জায়া প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর..কী বললেন?

Last Updated:

এখানেই শেষ হয়নি এদিনের ঘটনাক্রম৷ এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে ডেকে পাঠানোর নোটিস পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আগামী ৮ জুন, বৃহস্পতিবার অভিষেকের স্ত্রীকে তলব করেছে ইডি। কয়লা পাচার মামলায় তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একদিনে জোড়া ধাক্কা৷ একদিকে অভিষেক জায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে আটকানো, অন্যদিকে, তারপরেই তাঁকে ইডি-র তলব৷ সপ্তাহের শুরুতেই জোড়া ঘটনা৷ যা নিয়ে সকাল থেকেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে৷ এদিন সকালে দুই-সন্তানকে সঙ্গে নিয়ে দুবাই যাচ্ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, বিমানবন্দরেই তাঁকে বাধা দেওয়া হয়। বিমানবন্দরে থাকা অভিবাসন দফতরের কর্মীরা তাঁকে বাধা দেন বলে জানা গিয়েছে। এমনকি, প্রাথমিকভাবে তাঁকে এয়ারপোর্ট থেকে বেরোতেও দেওয়া হচ্ছিল না বলে খবর।
advertisement

এখানেই শেষ হয়নি এদিনের ঘটনাক্রম৷ এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে ডেকে পাঠানোর নোটিস পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আগামী ৮ জুন, বৃহস্পতিবার অভিষেকের স্ত্রীকে তলব করেছে ইডি। কয়লা পাচার মামলায় তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মৃতদেহটাও তো মেলেনি! ১৩ বছর ধরে বাবার বুকপকেটে মেয়ের ছবি, কোথাও যদি একবার দেখা মিলে যায়..

advertisement

এদিন অভিষেক পত্নী রুজিরাকে কলকাতা বিমানবন্দরে বাধা দেওয়া এবং ED এর তলব প্রসঙ্গে চড়া সুরে তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, ‘‘রুজিরা জানতেন, ওঁকে আটকানো হবে৷ লুকআউট নোটিস আছে। দেশে আইন কানুন আছে। ২০১৪ সালে পর এত বিদেশ যাওয়া কেন! পয়সা আসে কোথা থেকে!’’

advertisement

রুজিরাকে ইডি তলব করা প্রসঙ্গেও বন্দ্যোপাধ্যায় পরিবারকে চড়া সুরে আক্রমণ করেন শুভেন্দু, ‘‘এদের তলব করছে কেন? ফেমা লাগা উচিত। কিছুটা তো চাপে আছেই। তদন্ত তো চলছে জোড়া তলবে!এরা যা যা করে রেখেছে..৷’’

আরও পড়ুন: দুর্ঘটনাস্থল দিয়ে ট্রেন চলাচল শুরু হলেও চলছে না সব ট্রেন, এখনও বাতিল কোন কোন ট্রেন? জেনে নিন এক ঝলকে

advertisement

এদিন রুজিরা প্রসঙ্গে কেন্দ্রীয় এজেন্সির পদক্ষেপের তীব্র নিন্দা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, “অমানবিক জিনিস চলছে৷ রুজিরাকে আটকানো অমানবিক। মৃত্যু মিছিলের মধ্যে দানবীয় কাজ।’’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিন কয়লা পাচার কাণ্ডে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে নয়াদিল্লিতে তলব করে ইডি৷ এ প্রসঙ্গেও এদিন প্রতিক্রিয়া দেন শুভেন্দু৷ তাঁর কথায়, ‘‘আমি যেটুকু জানি পাঁচবার তলব করা হয়েছে। উনি যাননি। একাধিকবার আদালতে গেছে। কো অপারেট করেননি। এদের সাহায্য করা উচিত ছিল।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari | Abhishek Banerjee: বিমানবন্দরে বাধা থেকে ED-র তলব, অভিষেক জায়া প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর..কী বললেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল