পাল্টা তৃণমূলের অভিযোগ, বাংলাকে বদনাম করতেই ইচ্ছে করে ট্রেনে পাথর ছোড়া হতে পারে। পাশাপাশি, বিজেপি শাসিত উত্তর প্রদেশেও বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য় করে পাল্টা দাবি করেছে তৃণমূল।
আরও পড়ুন: 'বর্ডার দিয়ে সিমি, আলকায়দা ঢুকছে!' বন্দেভারতে পাথর ছোড়া নিয়ে বিস্ফোরক দিলীপ
গতকাল রাতে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ফেরার পথে মালদহের কুমারগঞ্জ স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য় করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। পাথরের আঘাতে ট্রেনের দরজার কাচ ভাঙে। এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
advertisement
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ দিন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ট্য়ুইট করেন। সেখানে তিনি লেখেন, 'এই ঘটনা দুর্ভাগ্য়জনক। দেশের গর্ব বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য় করে পাথর ছোড়া হল পশ্চিমবঙ্গের মালদহ জেলায়। এটা কি উদ্বোধনের দিন জয় শ্রীরাম স্লোগান দেওয়ার বদলা? প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীর কাছে আমার আর্জি, দোষীদের ধরে শাস্তি দিতে এই ঘটনার তদন্ত ভার এনআইএ- কে দেওয়া হোক।' শুভেন্দুর সুরে একই অভিযোগ করেছেন বিজেপি রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারও।
আরও পড়ুন: জমজমাট জোকা-তারাতলা মেট্রো! প্রথমদিনের ১২ ট্রিপে রোজগার দারুণ
যদিও এই ঘটনায় পাল্টা বিজেপি-র বিরুদ্ধেই চক্রান্তের অভিযোগ তুলেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'বন্দে ভারত এক্সপ্রেস বা যে কোনও ট্রেনেই এ ভাবে পাথর মারা উচিত নয়৷ প্রশ্ন হচ্ছে করল কারা? যাঁরা সকাল থেকে এসব বলছেন , তাঁরাই এইসব করছেন কি না দেখা হবে। যাঁরা এনআইএ দাবি করছেন, তাঁরা জেনে রাখুন উত্তর প্রদেশেও এই ট্রেন তিনবার আক্রান্ত হয়েছে। ট্রেন থেকে টাকা চুরি হয়েছে। উত্তর প্রদেশে ইট মারার ঘটনা বেশি ঘটেছে। তবে কোথাওই ট্রেনে ইট মারা উচিত নয়। ট্রেন রাগ দেখানোর জায়গা নয়। আসলে নিজেরা সস্তা রাজনীতি করছে।'
কুণাল ঘোষের আরও অভিযোগ, বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের দিন হাওড়া স্টেশনে জয় শ্রীরাম স্লোগান দিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা হয়েছিল। কিন্তু সেই প্ররোচনায় কেউ পা না দেওয়ায় এখন ট্রেনে পাথর মারা হচ্ছে বাংলাকে বদনাম করতে।
ট্রেনে পাথর মারার ঘটনার নিন্দা করেছেন কলকাতার মেয়র এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। তিনি বলেন, 'অত্যন্ত অন্যায়। পুলিশের উচিত তাড়াতাড়ি খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। জাতীয় সম্পত্তি নষ্ট করা, ইট মারা, এই অরাজকতাকে আমরা সমর্থন করি না। এই ধরনের ট্রেনে ঢিল মারার ঘটনা আগেও হতো। আমি ট্রেনে যাওয়ার সময় বিহারেও এরকম ঘটনা দেখেছি। দৃষ্টান্তমূলক শাস্তি হলে কেউ আর ঢিল মারার সাহস দেখাবে না।'
ট্রেনে পাথর মারার ঘটনায় ইতিমধ্য়েই এফআইআর দায়ের করেছে রেল। ঘটনার তদন্তে নেমে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে রেল পুলিশ।