TRENDING:

Suvendu Adhikari: SIR সংক্রান্ত ৬৫ অভিযোগ তুলে কমিশনে শুভেন্দু অধিকারী, BLA-দের নিরাপত্তার দাবি বিজেপির

Last Updated:

Suvendu Adhikari: এসআইআর নিয়ে ৬৫টি অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। শুভেন্দু অধিকারীর অভিযোগ, বিজেপির বিএলএ-দের ছাড়া ফর্ম বিলি ও মারধর করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসআইআর নিয়ে ৬৫টি অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। শুভেন্দু অধিকারীর অভিযোগ, বিজেপির বিএলএ-দের ছাড়া ফর্ম বিলি ও মারধর করা হয়েছে। শুভেন্দুর আরও অভিযোগ, পুলিশে এফআইআর দায়ের করলেও, ঠিকমতো পদক্ষেপ করছে না।
শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী
advertisement

শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে এসেছিলাম অল পার্টি মিটিং থেকে SIR প্রক্রিয়া শুরু হওয়া থেকে একাধিক বার আমার এসেছি। BLO তালিকা আমরা পেয়েছিলাম, আমরা বিএলওদের সম্বন্ধে অভিযোগ করেছিলাম। ব্যক্তিগত না। রাজনৈতিক যোগ থেকে অভিযোগ করেছিলাম। কিন্তু তার কোনও উত্তর পাইনি। আমাদের বলা হয়েছে অভিযোগ যথাযথ না। Ipac-এর আলাদা আপে যারা ঢুকে বসে আছেন তাদের আবার সতর্ক করছি। আপনাদের বাঁচাতে পারবে না।’

advertisement

আরও পড়ুন: দেশের মধ্যে প্রথমবার সেমিস্টারে ফাজিল পরীক্ষার ফলপ্রকাশ, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

তাঁর দাবি, ‘৬৫টা অভিযোগ করেছি আমরা। কোথাও দেখা গেছে BL-রা বাড়ি বাড়ি যাননি। কোথাও বিজেপির BLA-কে মারা হয়েছে। কোচবিহারের প্রবীণ বিজেপি কর্মীকে জুতোর মালা পড়ানো হয়েছে। ৩ জনকে bail দেওয় হয়েছে। ১৩ লক্ষ ২৫ হাজারের ডাবল, ট্রিপল এন্ট্রি। ৫ লোকসভার হার্ডকপি। আর বাকিরা পেনড্রাইভ দেওয়া হয়েছে। কমিশনকে আমার জানিয়েছি। নির্বাচন কমিশন দিল্লি থেকে যে অ্যাপ করেছে। তাতে ৮০ শতাংশ পরিষ্কার হয়ে যাবে। Ceo অফিস জানিয়েছে আধারের মিটিং হয়েছে। নন আধার ডেথ ১৪ লাখ আর আধার ডেথ ৩৩ লাখ রয়েছে।’

advertisement

আরও পড়ুন: যত দিন যাচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে হার্টের অসুখ! হৃদরোগ ঠেকাতে চিকিৎসক দেবী শেঠির জরুরি পরামর্শ জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ায় প্রথমবার খুলল বুদ্ধিস্ট মার্কেট! সুদূর হিমালয় থেকে এসেছে শীতের পোশাকের সম্ভার
আরও দেখুন

শুভেন্দুর দাবি, ‘আমরা আজও বার্থ সার্টিফিকেট নিয়ে বলেছি। এখনও পৌরসভা কোনও উত্তর দেয়নি। RTI এর ৭ দিন লাগে। যারা জল মিশিয়ে এখন থাকতে চাইছেন তাদের সমস্যা হবে। যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সামনে আসবে। আমরা আজ মিটিং করে খুশি। BLO এবং BlA-দের নিয়ে যে নিয়ে গতকাল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেখানে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এক যাত্রায় পৃথক ফল হবে কেন? আমরা এখনও ডিমান্ড করিনি। কিন্তু পরে দরকার পড়লে আমরা মাইক্রো অবজারভার চাইব। কিন্তু সবে কাজ শুরু হয়েছে। ৫০টি বুথ পিছু ১ জন অবজারভারের কথা বলব।’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: SIR সংক্রান্ত ৬৫ অভিযোগ তুলে কমিশনে শুভেন্দু অধিকারী, BLA-দের নিরাপত্তার দাবি বিজেপির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল