Madrasa Fazil Examination: দেশের মধ্যে প্রথমবার সেমিস্টারে ফাজিল পরীক্ষার ফলপ্রকাশ, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Madrasa Fazil Examination: কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল৷ এবার প্রকাশিত হল ফাজিলের (উচ্চ মাধ্যমিকের সমতুল) তৃতীয় সেমিস্টারের ফলাফল৷
কলকাতা: কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল৷ এবার প্রকাশিত হল ফাজিলের (উচ্চ মাধ্যমিকের সমতুল) তৃতীয় সেমিস্টারের ফলাফল৷ বুধবার মাদ্রাসা বোর্ডের তরফে এই ফলাফল প্রকাশ করা হয়৷
মাদ্রাসা বোর্ডের ফাজিলের তৃতীয় সেমিস্টারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ হাজার ৮৯৪ জন। পাশ করেছে ৫ হাজার ৫০৪ জন। সার্বিকভাবে পাশের হার ৯৩.৩৮ শতাংশ। তবে জলপাইগুড়ি ও কোচবিহারে পাশের হার ১০০ শতাংশ৷ এই দুই জেলায় যতজন পরীক্ষার্থী ছিল, সকলেই পাশ করেছে৷ পাশের হার অনুযায়ী, দ্বিতীয় স্থানে রয়েছে হুগলি (৯৭.৭২ শতাংশ)৷ তৃতীয় স্থানে বাকুঁড়া (৯৬.৬৭ শতাংশ)।
advertisement
আরও পড়ুন: যত দিন যাচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে হার্টের অসুখ! হৃদরোগ ঠেকাতে চিকিৎসক দেবী শেঠির জরুরি পরামর্শ জানুন
advertisement
আজ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ফাজিল (মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উচ্চমাধ্যমিক) পরীক্ষার তৃতীয় সেমিস্টারে সকল সফল ছাত্র-ছাত্রীকে জানাই আমার শুভেচ্ছা।
তোমাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকাদেরও অভিনন্দন জানাই।
দেশের মধ্যে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল পরীক্ষা হল, এই বিপুল…
— Mamata Banerjee (@MamataOfficial) November 12, 2025
advertisement
ফাজিলের তৃতীয় সেমিস্টারে মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৩২৫১। তাদের মধ্যে পাশ করেছে ৩১২৩ জন। পাশের হার ৯৬.০৬ শতাংশ। ছাত্রীর সংখ্যা ছিল ২৬৪৩। পাশ করেছে ২৩৮১। পাশের হার ৯০.০৯ শতাংশ। ফাজিল পরীক্ষার তৃতীয় সেমিস্টারের মেধাতালিকায় স্থান করে নিয়েছে ১৭ জন।
আরও পড়ুন: রাজ্য সরকারের ফ্রি-শিপ স্কলারশিপ, ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসির মতো প্রযুক্তিগত কোর্স এবার বিনামূল্যে! জানুন
view commentsফাজিলের তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশের পর এক্স হ্যান্ডেলে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘আজ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ফাজিল (মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উচ্চ মাধ্যমিক) পরীক্ষার তৃতীয় সেমিস্টারে সকল সফল ছাত্র-ছাত্রীকে জানাই আমার শুভেচ্ছা। তোমাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকাদেরও অভিনন্দন জানাই। দেশের মধ্যে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল পরীক্ষা হল, এই বিপুল আয়োজন সঠিকভাবে করার জন্য এর সঙ্গে যুক্ত সকলকে আমার ধন্যবাদ জানাই। যারা এবার ভালো ফল করতে পারোনি তাদের বলব, হতাশ না হয়ে চতুর্থ সেমিস্টারে যাতে ভালো ফল হয় তার চেষ্টা করো।’
Location :
Kolkata,West Bengal
First Published :
November 12, 2025 3:11 PM IST

