শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ, নিয়োগ দুর্নীতি কান্ডে গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মোবাইলে সব আছে। দশ বছর আগের চ্যাট বের করবে। পাতালে টাকা রাখলেও বের করে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শান্তনুর সঙ্গে 'তাঁর'র ফেসটাইমেরও তথ্য পাওয়া যাবে'। যা শুনে শহিদ স্মরণ অনুষ্ঠানে নন্দীগ্রামে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্যের পাল্টা, 'অহংকার মানুষের পতনের কারণ। উনি নিজে কোথায় থাকবেন, সেটা আগে ঠিক করুন।
advertisement
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি ওনার কথায় চলছে। শহিদ স্মরণ নয়, মমতা-অভিষেককে আক্রমণ করাই বিরোধী দলনেতার মূল লক্ষ্য'। শুভেন্দুর সুরে আক্রমণ শানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য,' এক ব্যানার্জীকে বাঁচাতে অন্য ব্যানার্জীকে সামনে আনা হচ্ছে'।
আরও পড়ুন: কিন্ডারগার্টেন স্কুলের মাধ্যমে কি সাদা করা হত কালো টাকা! ED-র তলব কুন্তলের স্ত্রী জয়শ্রী ঘোষকে
তৃণমূল নেতা তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে বলেন,' চাঁদে কলঙ্ক থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও কলঙ্ক নেই'। সব মিলিয়ে মঙ্গলবার নন্দীগ্রাম দিবসে এ ভাবেই চড়ল পারদ। সৌজন্যে নিয়োগ দুর্নীতি।