প্রসঙ্গত,২৫ নভেম্বর শুক্রবার। একদিন আগেই সংবিধান দিবস উদযাপন করা হয় রাজ্য বিধানসভায়। ২৬ নভেম্বর সংবিধান দিবস। নির্ধারিত দিনের আগের দিন উদযাপনকে ঘিরে সমালোচনায় সরব হয় পদ্ম শিবিরের বিধায়করা। তারই মধ্যে বিধানসভার ৭৫ বছর পূর্তি উপলক্ষে তৈরি প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে সেদিন চমকপ্রদ ঘটনা ঘটে বিধানসভায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চায়ের আমন্ত্রণ জানিয়ে নিজের ঘরে ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ অবশ্য ফিরিয়ে দেননি বিরোধী দলনেতা। তবে, তিনি একাও যাননি। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা এবং আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর ঘরে যান শুভেন্দু অধিকারী।
advertisement
আরও পড়ুন: ফের নিম্নচাপের সম্ভাবনা, মরশুমের শীতলতম দিনে আবহাওয়ার বড় খবর হাওয়া অফিসের
সেখানে দু'তরফে বেশ কিছুক্ষণ কথাও হয়। এরপর শুভেন্দু অধিকারী বলেন, ''মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় হয়েছে মাত্র'। বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে বিরোধী দলনেতার আগমণ পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে যে সৌজন্যের নতুন আলো দেখালো তা বলাই যায়৷ কারণ গত দু' বছরে প্রকাশ্যে দু' জন দু' জনকে প্রকাশ্যে যতই আক্রমণ করুন না কেন, এ দিন মুখোমুখি সাক্ষাতে পরস্পরের প্রতি সৌজন্য এবং সম্মানের কোনও ঘাটতি ছিল না বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।
আরও পড়ুন: ‘ডিসেম্বরে ছোট্ট করে দরজা খুলব?’ কাঁথিতে হঠাৎ তীব্র জল্পনা উস্কে দিলেন অভিষেক
যদিও সেদিনের মমতা- শুভেন্দু সাক্ষাৎ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার 'সেটিং' এর বিস্ফোরক অভিযোগ ডায়মন্ড হারবারের সভামঞ্চ থেকে শনিবার সামনে আনলেন শুভেন্দু অধিকারী।