শুভেন্দু অধিকারীর দাবি, ২০১১ সালের আগে তেমন ভাবে বিদেশ সফরে যেতে দেখা যায়নি তৃণমূল সাংসদকে৷ শুভেন্দু অধিকারী লেখেন, ‘২০১৪ সালের পর থেকে তাঁর স্বর্ণযুগ শুরু হয়েছে।’ রবিবার সোশ্যাল মিডিয়ায় অভিষেকের নাম না করে তিনি দাবি করেন, ২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে এখনও পর্যন্ত ২৬ বার ব্যাংকক, সিঙ্গাপুর, আমেরিকা, দুবাই ,সিঙ্গাপুর সহ বিদেশের একাধিক জায়গায় গিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ৷
advertisement
আরও পড়ুন: চলন্ত জম্মু-তাওয়াই এক্সপ্রেসে মধ্যরাতে ডাকাতি! পরপর গুলি, রক্তাক্ত বহু যাত্রী, দেদার লুট
একইসঙ্গে এদিন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ডকে খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের পাসপোর্টের ছবিও তুলে ধরেন বিরোধী দলনেতা।
শুভেন্দু সংবাদমাধ্যমকে বলেন, ‘‘২০০৯ সালে আমি সাংসদ হওয়ার সুবাদে আমার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে। ইউরোপ কিম্বা অন্যান্য বিদেশ সফর তো দূর অস্ত, ঢাকা, কাঠমান্ডু পর্যন্ত যাইনি। আমার পাসপোর্টে এখনও পর্যন্ত একটি ভিসার স্টাম্পও পড়েনি। আর ওঁর এখনও পর্যন্ত ২৬ বার বিদেশ সফর হয়ে গেছে।’’
নিজের X হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী সব শেষে লেখেন, ‘হাই ফ্লাইং ফ্রিকোয়েন্ট ফ্লায়ার ইস নার্ভাস দ্যাট হি উড সুন বি গ্রাউন্ডেড৷’