TRENDING:

Suvendu Adhikari: আরও বড় 'জয়' শুভেন্দু অধিকারীর, আদালতের অনুমতি ছাড়া আর কোনও FIR নয়!

Last Updated:

Suvendu Adhikari: বিচারপতি রাজাশেখর মান্থা মন্তব্য করেছিলেন, 'শুভেন্দু অধিকারীর যেহেতু তিনি বিরোধী দলের নেতা, মানুষের ভোটে নির্বাচিত, তাঁর সন্দেহ আদালত সম্পূর্ণ উড়িয়ে দিতে পারে না।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শুভেন্দু অধিকারী বিরুদ্ধে আর অতিরিক্ত কোনও FIR রুজু করা যাবে না রাজ্যে। হাইকোর্টের অনুমতি ছাড়া কোনও FIR শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা যাবে না। ২৬ FIR স্থগিত করার পাশাপাশি এই নির্দেশ হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার। শুভেন্দু অধিকারীর স্বাধীনতা বঞ্চিত করার জন্য কোনও একটি হিসেবকষা নকশা রয়েছে বলে মনে হচ্ছে, নির্দেশনামায় এমনই পর্যবেক্ষণ বিচারপতি মান্থা'র।
শুভেন্দুর আরও বড় স্বস্তি
শুভেন্দুর আরও বড় স্বস্তি
advertisement

এর আগে বিচারপতি রাজাশেখর মান্থা মন্তব্য করেছিলেন, 'যেহেতু তিনি বিরোধী দলের নেতা, মানুষের ভোটে নির্বাচিত, তাঁর সন্দেহ আদালত সম্পূর্ণ উড়িয়ে দিতে পারে না। পুলিশ নিজে অথবা একদল মানুষের প্ররোচনায় একের পর এক অভিযোগ এনে, জনগণের প্রতি তাঁর যে কর্তব্য, তা স্তব্ধ করার চেষ্টা করছে।' অ্যাডভোকেট জেনারেল , সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় পাল্টা আদালতে জানান, অন্তত সাতবার নোটিশ দেওয়া হয়েছে শুভেন্দুকে। সময়, তারিখ যেদিন তিনি আসবেন সেটাই জানতে চাওয়া হয়। সিআরপিসি ৪১ এ নোটিশে সমস্যা কোথায়? রক্ষাকবচ তাকে আগেই দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কেন নতুন করে আবার সুবিধা পাবেন?''

advertisement

আরও পড়ুন: 'টাকা আদায় করতেই গভীর রাতে এই ঘটনা', রাশিদের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক শুভেন্দু

শুভেন্দু অধিকারীর আইনজীবী পরমজিত সিং পাটোয়ালিয়া আদালতে দাবি করেন, বিরোধী দলনেতার বিরুদ্ধে ৬টি FIR করা হয়েছে একই সময়। অধিকাংশ স্বতঃপ্রণোদিত ভাবে পুলিশ নিজেই করেছে। মোট ২৬ এফআইআর। মূলত কয়েক ধরনের FIR। যখনই সভায় কিছু বলা হচ্ছে বক্তব্য ধরে FIR করা হচ্ছে। শুভেন্দু'র ট্যুইটেও সমস্যা। সিআরপিসি ৪১-এ নোটিশ প্রায় রোজই দেওয়া হচ্ছে। আগের এফআইআর অন্য ধরনের। এখন ট্রেন্ড বদলে যাচ্ছে। শুভেন্দু বিরুদ্ধে FIR যেন Fill in the Blank। নাম, বাবার নাম কিচ্ছু নেই। প্রতিহিংসার জন্য FIR করা হচ্ছে। এর একটা সমাধানের প্রয়োজন। আবেদন, সব এফআইআর CBI হাতে তুলে দেওয়া হোক। একই সঙ্গে খারিজ হোক সব FIR।

advertisement

আরও পড়ুন: 'বামেরা প্রথম থেকে এ কথা বলে আসছে', বিজেপির সঙ্গে 'দূরত্ব' বাড়াতে কৌশল সেলিমের!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কিছুদিন আগে ১৯৫৬ নামে একটি বুকলেট সামনে আনেন বিরোধী দলনেতা। সেখানেই তিনি দেখান, রাজ্যে ২৬ এফআইআর কোথায় কখন করা হয়েছে। আইনি লড়াইয়ে যাওয়ার বিষয়টি তিনি স্পষ্ট করে দিয়েছিলেন। এর আগে মোট ৫ এফআইআর রক্ষাকবচ বিচারপতি মান্থা দেন নন্দীগ্রামের বিধায়ককে। রাজ্য রক্ষাকবচ প্রত্যাহারের আবেদন জানায়। সব এফআইআর রাজনৈতিক রং লাগানো বলে পাল্টা সরব হন শুভেন্দু অধিকারী।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: আরও বড় 'জয়' শুভেন্দু অধিকারীর, আদালতের অনুমতি ছাড়া আর কোনও FIR নয়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল