পুরুলিয়ায় দুধের গাড়ির আড়ালে গরু পাচারের ঘটনা উল্লেখ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই চাঞ্চল্যকর অভিযোগ করে বলেন, ''গরু পাচার করতে সমস্যা হবে সে কারণে রাজ্যের ৭২ টি জায়গায় জমি দেওয়া হয়নি বিএসএফের চৌকি তৈরি করার জন্য। আমি বিএসএফ কর্তাদের বলেছি আপনারা জমির মালিকদের কাছ থেকে সরাসরি জমি কিনে চৌকি বানান যাতে গরু পাচার সম্পূর্ণরূপে সীমান্ত দিয়ে বন্ধ হয়।''
advertisement
আরও পড়ুন: এসএসসি কাণ্ডে সুবীরেশের ফ্ল্যাট সিল করল সিবিআই, বড় কোনও প্রমাণ এল হাতে?
জানা গিয়েছে, বেশ কয়েক মাস আগেই সীমান্ত রক্ষী বাহিনীর উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক হয় স্বরাষ্ট্র সচিবের। বিএসএফ-এর এলাকা বৃদ্ধি নিয়ে অনেকদিন ধরেই নানা আলাপ-আলোচনা চলছে। সীমান্তরক্ষী বাহিনীর এলাকা বৃদ্ধির বিষয়টি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন সরকারি মহলের একাংশ। শাসক দলের তরফেও অনেক সময়েই বলা হয়েছে, রাজ্যের হাতে আইন-শৃঙ্খলার বিষয়টি থাকার পরেও কেন্দ্রীয় সরকার আসলে বাহিনীর মাধ্যমে রাজ্যের সেই অধিকারে হস্তক্ষেপ করতে চাইছে। বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে মূলত রাজ্যের পূর্ব দিকে। এখানে জমি সমস্যাও একটি বড় বিষয় বলে সরকারি সূত্রের দাবি।
আরও পড়ুন: নজরে অনুব্রতর 'শরীর', গাড়িতে বড় চমক! সিবিআই-এর বিশেষ 'ব্যবস্থা' নিয়ে শোরগোল
যদিও বেআইনি কাজ পরিচালনার জন্যই রাজ্য সরকার বিএসএফকে চৌকি তৈরীর জন্য জমি দিচ্ছে না বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। গতকাল সকালে পুরুলিয়া বাঁকুড়া ৬০এ জাতীয় সড়কের উপরে এই দুর্ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গরু পাচার কাণ্ডে সিবিআই-এর তৎপরতার মধ্যেই দুর্ঘটনার কবলে পড়া দুধের গাড়ি থেকে গরু উদ্ধারের ঘটনায় নতুন করে জল্পনা ছড়িয়েছে৷ এই ঘটনা নিয়েও সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য ,'গরু পাচার বন্ধে সীমান্তে কড়াকড়ি শুরু হতেই নতুন কৌশল অবলম্বন করেছে তৃণমূল আশ্রিত গরু পাচারকারীরা'।