শুভেন্দু অধিকারী বলেন, ' দিনহাটা থানার ওসির সামনে যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপর হামলা চালানো হল তা থেকেই স্পষ্ট যে রাজ্যের আইন শৃঙ্খলার কী পরিস্থিতি। একজন কেন্দ্রীয় মন্ত্রী যিনি জেড ক্যাটাগরির মধ্যে পড়েন, তার নিরাপত্তার যদি এই হাল হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। ওরা শুরু করলে আমাদের শেষ করতে হয়। নিশীথ প্রামাণিকের সাথে যে কাজ করেছে তৃণমূলের গুন্ডা বাহিনী এর ফল ভুগতে হবে। আপনারা দিল্লিতে পার্লামেন্টে যাবেন, আপনাদেরকেও এর ফল হাতেনাতে পেতে হবে'।
advertisement
আরও পড়ুন: ট্রেনের গায়ে সাদা-হলুদ-সবুজ ডোরাকাটা দাগ দেখেন? মানে বুঝলে কত যে সুবিধা, ভাবতে পারবেন না!
অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিনহাটায় নিশীথ প্রামাণিকের উপর 'হামলা'র ঘটনায় মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন। গতকালের ঘটনায় তৃণমূল কর্মী সমর্থকরা অভিযুক্ত থাকলেও বেছে বেছে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে বিজেপি কর্মীদের, এমন অভিযোগও করেছেন সুকান্ত। দলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর ওপর শাসক দলের 'হামলা'র প্রতিবাদে আজ বেলা দুটো থেকে কলকাতা সহ রাজ্যের সমস্ত থানার সামনে বিক্ষোভ- ঘেরাও কর্মসূচি পালন করবে রাজ্য বিজেপি। পুলিশ নিরপেক্ষভাবে কাজ না করলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারের তরফে। বলাবাহুল্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয়ে 'হামলা'।
আরও পড়ুন: আর রইল না কিছু, সব শেষ! গুরুত্বপূর্ণ পদ থেকে চিরতরে মুছে গেল পার্থ চট্টোপাধ্যায়ের নাম!
শনিবার বিজেপি-তণমূল সংঘর্ষে উত্তপ্ত হয় দিনহাটা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও তুঙ্গে ওঠে।কোচবিহারের দিনহাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। শুরুতে হাতাহাতি। তারপর ইটবৃষ্টি। বেশ কয়েকটি বাইক ভাঙচুরও করা হয়। দুই পক্ষের বেশ কয়েকজন জখম হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। শনিবার দুপুরের দিকে দিনহাটার বুড়ির হাটে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে যাওয়ার কথা ছিল তাঁর। দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে কালো পতাকা দেখান তৃণমূলকর্মীরা। দেওয়া হয় স্লোগান। এরপরেই তৃণমূলকর্মীদের দিকে তেড়ে যান বিজেপি কর্মীরা বলে অভিযোগ। শুরু হয় সংঘর্ষ। অল্প সময়েই তা রণক্ষেত্রের চেহারা নেয়। গুলি চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এক কথায় শনিবারের ঘটনার পর আজও রাজ্য রাজনীতি সরগরম।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী