নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করে তাঁর সম্পত্তি নিয়েও ধরনা মঞ্চ থেকে বুধবার প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে ব্যাপারেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু অধিকারী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আড়াই বছর হয়ে গেল। অনেক চেষ্টা করেও কিছুই বের করতে পারলেন না। ভবিষ্যতেও পারবেন না।’’
আরও পড়ুন- স্ত্রীর আবদারে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেলেন ভারত অধিনায়ক
advertisement
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে কলকাতায় ধরনা মঞ্চে বক্তব্য রাখার সময় বিজেপিকে নিশানা করার পাশাপাশি নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘কথা বলতে শিখিয়েছিলাম। তিন তিনবার হেরেছিল। তখন কংগ্রেসে ছিল। লক্ষ্মণ শেঠের কাছেও হেরেছিল। অখিল গিরির কাছেও হেরেছিল। হেরেছিল তাঁর পিতৃদেবও। হাতে ধরে জিতিয়ে এনেছিলাম।’’ সম্পত্তি নিয়েও তীব্র ভাষায় আক্রমণ করে মমতা বলেন, ‘‘ ক’টা বাড়ি তোর? ক’টা ট্রলার? ক’টা পেট্রোল পাম্প? আরও অনেক আছে বললাম না ৷ ’’
আরও পড়ুন- বিশ্বকাপ খেলতে ভারতে না আসার হুমকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের !
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের জবাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই পাল্টা আক্রমণ শানিয়ে চ্যালেঞ্জের সুরে শুভেন্দু বললেন, ‘‘উনি যাই বলুন। ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমি বানিয়েই ছাড়ব। সেই দিন আর বেশি দূরে নেই।’’ প্রসঙ্গত, রাজ্য সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগকে সামনে রেখে বুধবার শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বঙ্গ বিজেপির ধরনা অবস্থান বিক্ষোভ কর্মসূচিতেও শুভেন্দুর তীব্র নিশানায় ছিলেন মমতা-অভিষেক। সুকান্ত মজুমদার, রাহুল সিনহা ও অন্যান্য পদ্ম নেতৃত্বকে পাশে বসিয়ে বাম ও কংগ্রেসকে বিঁধেও চড়া সুরে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আগে 'নো ভোট টু মমতা' বলুন। তারপর মানুষের ওপর ছেড়ে দিন, মানুষ কাকে সমর্থন করবে ৷ ’’