নারী নির্যাতন ইস্যুতে বিজেপির মুলতুবি প্রস্তাব আনাকে কেন্দ্র করে গতকাল বিধানসভা উত্তাল হয়েছিল। বিধানসভায় ওয়াক আউটও করে বিজেপি। রাজ্যে নারী নির্যাতন নিয়ে দৃষ্টি আকর্ষণী প্রস্তাবে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবিও করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। অভিযোগ, ‘বিজেপির দৃষ্টি আকর্ষণী প্রস্তাব পড়তে দেননি স্পিকার। প্রতিবাদে হট্টগোল করে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভা চত্বরে তুমুল বিক্ষোভ দেখান পদ্ম শিবিরের বিধায়করা। আর আজ রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বিধানসভা অধিবেশনে মুলতুবি প্রস্তাব আনতে চলেছে বিজেপি। যা নিয়ে আজও ফের বিধানসভা উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে।”
advertisement
আরও পড়ুন: ভরা বিধানসভা, সকলকে চমকে দিয়ে এ কী করলেন বাবুল সুপ্রিয়! অনুরোধ খোদ স্পিকারের
বিজেপি নেতৃত্বের অভিযোগ,’ সাম্প্রতিক পঞ্চায়েত ভোটের সময়কাল হোক বা তার আগে এবং পরে, রাজ্যজুড়ে একের পর এক খুনের ঘটনা, নারীদের ওপর অত্যাচার, বোমা বিস্ফোরণ সহ একাধিক সমাজ বিরোধী কার্যকলাপ চললেও পুলিশ প্রশাসন নীরব’।
আরও পড়ুন: ‘আপনি কাজ করতে অপারগ’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরাট নির্দেশ! বরখাস্তে তোলপাড়
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবারই রাজ্যের আইনশৃঙ্খলা প্রশ্নে ৩৫৫ ধারা লাগুর মত পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছে বলে দাবি করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন শুভেন্দু অধিকারী। আর এবার বিধানসভার অন্দরেও আইন-শৃঙ্খলা ইস্যুতে ঝড় তুলতে প্রস্তুত এ রাজ্যের গেরুয়া শিবিরের বিধায়করা।