TRENDING:

'আমার হাতেও কামড়াতে পাঠানো হয়েছিল,' শুভেন্দুর নিশানায় মহিলা কনস্টেবল

Last Updated:

Suvendu Adhikari : শুভেন্দুর দাবি বিজেপির নবান্ন অভিযানেও এই মহিলা পুলিশ কর্মী ছিলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বুধবার এক্সাইড মোড়ে বিক্ষোভের সময়ে এক চাকরিপ্রার্থীকে কামড় দেওয়ার অভিযোগ ওঠে মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে। অরুণিমা পাল নামে ওই চাকরিপ্রার্থীর অভিযোগ করেছিলেন, তাঁকে কামড় দিয়েছিলেন কলকাতা পুলিশের এক লেডি কনস্টেবল। এবার বিষয়টি নিয়ে কলকাতা পুলিশ এবং রাজ্য় সরকারকে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, নবান্ন আন্দোলনের দিন তাঁকেও একই কায়দায় নিশানা করার চেষ্টা করা হয়েছিল।
advertisement

শুভেন্দু অধিকারী বলেন, "এটা পুলিশের পোশাক হতে পারে না। পুলিশের পোশাক সব সময় আলাদা হয়। এর ফলেই জনগণের থেকে পুলিশের পার্থক্য় করা যায়। ওই মহিলা পুলিশ কর্মী আগে উত্তরবঙ্গে ছিলেন। আমি আগে আরেক পুলিশ অফিসারের নাম বলেছিলাম, মারিয়া। তিনি আমার কাঁধেও তিন বার মেরেছিলেন। সেদিন তো আমি ডোন্ট টাচ মাই বডি বলাতে আমাকে অনেক ব্য়ঙ্গ করেছিলেন।"

advertisement

বিরোধী দলনেতা আরও বলেন, "সেদিনও তো ওই মহিলা পুলিশ কর্মীকে  পাঠিয়েছিলেন, আমার হাত কামড়াতে। আমি সেটার সুযোগ দিইনি। রাজনৈতিক আন্দোলন করতে করতে কলেজের গেট থেকে এখানে এসেছি। আমি বুঝতে পেরেছিলাম এরপরে কী হবে।"

আরও পড়ুন,  'সুব্রত চট্টোপাধ্যায়কে চাই', অমিতাভে অনাস্থা! বঙ্গ বিজেপিতে ফের প্রবল কোন্দল

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, বুধবার এক্সাইড মোড়ে জমায়েত করেছিলেন ২০১৪ সালের (নন ইনক্লুডেড) টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। অভিযোগ, সেই সময়ে অরুণিমা পাল নামে এক চাকরিপ্রার্থীকে কামড় দেন এক মহিলা পুলিশকর্মী। সেই ঘটনা ঘিরে উত্তাল হয় রাজ্য় রাজনীতি। অরুণিমা পাল-সহ বেশ কিছু চাকরিপ্রার্থীকে পরে গ্রেফতারও করে পুলিশ। পরে অবশ্য় জামিনও পেয়ে গিয়েছেন অরুণিমা। যদিও পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল, ওই মহিলা পুলিশকর্মীকে আগে কামড়ানো হয়েছিল। এমনকী ওই মহিলা পুলিশ কর্মী হাসপাতালেও ভর্তি হয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'আমার হাতেও কামড়াতে পাঠানো হয়েছিল,' শুভেন্দুর নিশানায় মহিলা কনস্টেবল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল