সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চ সংশোধিত আইনের তিন (আর) অনুচ্ছেদটির উপর স্থগিতাদেশ দিয়েছে। গবই এবং মসিহর বেঞ্চ জানিয়েছে,
১. কোনও সরকারি জমি ওয়াকফ অধিগ্রহণ করেছে কিনা তা বিচার করার জন্য সরকারের দ্বারা সরকারি অফিসার নিয়োগের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ।
২. ওয়াকফ সংশোধনী আইন অনুযায়ী কোন ব্যক্তিকে ওয়াকফ প্রতিষ্ঠা করতে হলে তাকে অন্তত পাঁচ বছর ইসলাম ধর্ম পালন করতে হবে, আইনের এই ক্ষেত্রের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিমকোর্ট। কোনও ব্যক্তি ইসলাম ধর্ম পালন করেন কিনা তা নিরূপণ করার জন্য রাজ্য সরকার যতদিন না নিয়ম তৈরি করছে ততদিন ওয়াকফ সংশোধনী আইনের এই ক্ষেত্রর উপর স্থগিতাদেশ থাকবে।
advertisement
৩. কেন্দ্রীয় স্তরে ওয়াকফ কমিটিতে অন্তত ৪ জন অমুসলিম এবং রাজ্যস্তরে ওয়াকফ কমিটিতে অন্তত ৩জন অমুসলিমকে রাখার আইনি ক্ষেত্রর উপর স্থগিতাদেশ।
৪. সংশোধনী আইন অনুযায়ী নতুন ওয়াকফ কমিটিতে যে সরকারি অফিসার নিয়োগ হবেন তাকে অবশ্যই অমুসলিম হতে হবে। আইনের এই ক্ষেত্রর উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
৫. সংশোধনী অনুযায়ী, সরকার নিয়োজিত অফিসার ওয়াকফ বোর্ডের রেভিনিউ রেকর্ড খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে পারবেন। এই আইনি সংস্থানের উপর স্থগিতাদেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ।
