এদিকে, জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারির উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ঘটনায় আগাম জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র। কিন্তু সেই মামলার শুনানির আগেই তাঁকে গ্রেফতার করা হয়। অবশেষে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর সেই মামলার রায়ে স্বস্তি পেলেন বিজেপি নেতা।
আরও পড়ুন: পঞ্চায়েতের আগে 'দুর্বল' জেলায় নজর! সংগঠন চাঙ্গা করতে জেলায় জেলায় অভিষেক
advertisement
সুপ্রিম কোর্ট তাঁর গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ, তাঁকে আর হেফাজতে রাখতে পারবে না রাজ্য পুলিশ। শীর্ষ আদালতের এই রায়ের পর জিতেন্দ্র জামিনে মুক্তি পাবেন। এদিকে, আসানসোল আদালতের বিচারকের সামনে নিজের আইনি লড়াইয়ে সওয়াল জবাবে নিজেই অংশ নিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। নিজের ইচ্ছেতেই কোনও আইনজীবী রাখেননি জিতেন্দ্র। এক সময় আসানসোল আদালতের আইনজীবী হয়ে বহু মামলা লড়েছেন জিতেন্দ্র।
আরও পড়ুন: সাতসকালে এ কী কাণ্ড! রেল স্টেশনের টিভিতে অ্যাডাল্ট ফিল্ম! টানা ৩ মিনিট চলল 'নীল ছবি'
রবিবার নিজের মামলায় নিজেই সওয়াল করেন আইনজীবী তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তবে, বিচারকের কাছে জামিনের আবেদন না করে নিজেই চেয়েছিলেন দু'দিনের পুলিশ হেফাজত। যদিও বিচারক তাঁকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এরই মধ্যে সুপ্রিম কোর্টের রায়ে বড় স্বস্তি পেলেন জিতেন্দ্র তিওয়ারি।