বৃহস্পতিবার কমিশনের মডিফিকেশন প্রেয়ারের প্রেক্ষিতে সাড়া সুপ্রিম কোর্টের৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না জানিয়েছেন, ৩১ মের মধ্যে অ্যাডভারটাইজমেন্ট জারি করতে হবে৷ ৩১ ডিসেম্বরের মধ্যে প্রসেস শেষ করতে হবে৷
প্রধান বিচারপতি এদিন শুনানি চলাকালীন বলেন, ‘‘আমরা বোর্ডের আবেদন গ্রহণ করছি শর্তসাপেক্ষে। শুধুমাত্র ৯-১০, ১১-১২ শিক্ষক শিক্ষিকাদের জন্য। ৩১ মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে। ৩১ ডিসেম্বর ২০২৫শের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে। রাজ্য, এসএসসি, বোর্ড ৩১ মের মধ্যে এফিডেফিড দেবে এবং জানাবে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে। নচেৎ আদালত পরবর্তী পদক্ষেপ নেবে৷’’
advertisement
গত ৩ এপ্রিল ২০১৬ সালের এসএসসি-র পুরো প্যানেলই বাতিল করে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ৷ সেই সময় আদালতের রায় ছিল, ফ্রেশ নিয়োগ প্রক্রিয়া করতে হবে। যাঁরা যোগ্য প্রার্থী তাঁদের জন্য এবং বিশেষভাবে সক্ষমদের জন্য চাকরির আবেদনে বয়ঃসীমায় ছাড় দেওয়া হবে৷ সেই কথা মতোই এদিন স্কুল সার্ভিস কমিশনকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন কতদিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে? কমিশনের আইনজীবী কপিল সিব্বল জানান, ‘‘আমরা এক সপ্তাহের মধ্যে নোটিফিকেশন জারি করব। ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন করব৷’’ তখনই নতুন নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বেঁধে দেন প্রধান বিচারপতি৷ জানিয়ে দেন, ৩১ মের মধ্যে অ্যাডভারটাইজমেন্ট জারি করতে হবে৷ ৩১ ডিসেম্বরের মধ্যে প্রসেস শেষ করতে হবে৷
তবে, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি দের ক্ষেত্রে আবেদন গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট। কারণ, হিসাবে জানানো হয়েছে এই গ্রুপে ‘অযোগ্য’দের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি৷ সেই কারণে আবেদন গৃহীত হল না৷