গতকাল ঝাড়খণ্ডের বিধায়কদের কাছ থেকে হাওড়ায় যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে সেই টাকা তৃণমূলের। এমনই অভিযোগ সুকান্তর। শিক্ষক নিয়োগে 'ঘুষ'-এর টাকাই এই টাকা বলে দাবি তাঁর। সুকান্ত মজুমদারের কথায়, ''আমরা দাবি জানাচ্ছি ,উদ্ধার হওয়া টাকার উৎস খুঁজে বের করতে ইডি কিংবা কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঘটনার তদন্ত করুক।''
advertisement
শনিবার বিকেলে কলকাতা থেকে ঝাড়খণ্ডের দিকে ফিরছিল কংগ্রেস বিধায়কের একটি গাড়ি৷ ১৬ নম্বর জাতীয় সড়কের উপরে রানিহাটিতে ওই গাড়িটিকে আটকায় পুলিশ৷ তল্লাশির সময় গাড়ির পিছন থেকে উদ্ধার হয় অসংখ্য নোটের বান্ডিল৷ পুলিশের প্রাথমিক হিসেব, গাড়ির ভিতরে অন্তত কয়েক লক্ষ টাকা রয়েছে৷
আরও পড়ুন: 'আমার কোনও টাকা নেই', সময় এলেই 'ষড়যন্ত্র' সামনে আসবে! পার্থর দাবিতে তোলপাড়
তিন কংগ্রেস বিধায়কের মধ্যে ইরফান আনসারি ঝাড়খণ্ডের জামতারার বিধায়ক৷ রাজেশ কচ্ছপ খিঝরি এবং নমন বিক্সল কোলবিরার বিধায়ক৷ কোথা থেকে এত বিপুল পরিমাণ নগদ নিয়ে তাঁরা ফিরছিলেন, বিধায়কদের জেরা করে তা জানতে চাইছে পুলিশ৷ পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাপে শাসক দল৷ এই পরিস্থিতিতে হাওড়ায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় নতুন অস্ত্র পেয়েছে তৃণমূল৷ কিন্তু সেই অস্ত্র ফের তৃণমূলের দিকেই ঘুরিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি।