TRENDING:

Sukanta Majumdar throws challenge to Mamata Banerjee at Bhabanipur: মমতার বুথ, অভিষেকের বাড়ির সামনে থেকে ভবানীপুরে প্রচার শুরু করছেন সুকান্ত

Last Updated:

দায়িত্ব নেওয়ার পর ভবানীপুরে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে বুধবার থেকেই প্রচার শুরু করতে চলেছেন বিজেপি-র নবনিযুক্ত রাজ্য সভাপতি (Sukanta Majumdar throws challenge to Mamata Banerjee)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দায়িত্ব পেয়েই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব বলে দাবি করেছেন বিজেপি-র নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar throws challenge to Mamata Banerjee)৷ এবার ভবানীপুরে (Bhabanipur By Poll) মমতা বন্দ্যোপাধ্যায় যে বুথের ভোটার, সেই মিত্র ইন্সস্টিটিউশনের সামনে থেকেই প্রচার শুরু করছেন সুকান্ত৷ ওই জায়গা থেকে ঢিল ছোড়া দূরত্বে তৃণমূলের (TMC)সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি৷
মমতাকে হারানো নিয়ে বড় দাবি সুকান্তের৷
মমতাকে হারানো নিয়ে বড় দাবি সুকান্তের৷
advertisement

দায়িত্ব নেওয়ার পর ভবানীপুরে (Bhabanipur By Poll) বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে বুধবার থেকেই প্রচার শুরু করতে চলেছেন বিজেপি-র নবনিযুক্ত রাজ্য সভাপতি৷ বিজেপি সূত্রে খবর, আগামিকাল ৭৩ নম্বর ওয়ার্ডের হরিশ মুখার্জী রোড ও সুহাষিনী গাঙ্গুলি রোডের ক্রসিংয়ে মিত্র ইনস্টিটিউশন স্কুলের সামনে থেকে প্রচার শুরু করবেন সুকান্ত। এই স্কুলেই প্রত্যেক নির্বাচনে ভোট দেন মুখ্যমন্ত্রী৷ সেখান থেকেই প্রচার শুরু করে কার্যত মমতার পাড়ায় গিয়েই তাঁকে চ্যালেঞ্জ ছুড়়ে দিতে চাইছেন বিজেপি রাজ্য সভাপতি৷ শুধু তাই নয়, ওই জায়গা থেকে একটি বাঁক ঘুরলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি৷ ফলে ভবানীপুরে বিজেপি সভাপতির প্রচারের স্থান নির্বাচনের মধ্যে রাজনৈতিক বার্তা স্পষ্ট৷

advertisement

আরও পড়ুন: গরুর দুধে সোনা তত্ত্বে দিলীপের পাশে সুকান্ত! বিজেপি গরু বিজ্ঞানীদের দল,কটাক্ষ তৃণমূলের

ভবানীপুরের উপনির্বাচন নিয়ে কার্যত হুঙ্কার ছেড়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, 'বাঘ একবার মানুষের রক্তের স্বাদ পেয়ে গেলে বার বার মানুষ মারার চেষ্টা করে৷ আমরাও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার হারিয়েছি৷ ভবানীপুরেও ফের তাঁকে হারানোর চেষ্টা করব৷' বিজেপি -র নবনিযুক্ত রাজ্য সভাপতির এই মন্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শিবির৷ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, 'বাঘকেও অনেকে বাঘরোল ভেবে ভুল করেন৷ বাঘরোল যদি নিজেকে বাঘ ভাবে, ক্ষতি কী!'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দক্ষিণাকালীর আর্বিভাব দিবসে দোহালিয়া কালীবাড়িতে বিশেষ আয়োজন! উপচে পড়ছে ভক্তদের ভিড়
আরও দেখুন

ভবানীপুরে প্রার্থী দেওয়া নিয়েই যথেষ্ট বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছিল বিজেপি-কে৷ কোনও বড় নেতা মমতার বিরুদ্ধে প্রার্থী হতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা টিবরেওয়ালকেই মমতার বিরুদ্ধে দাঁড় করায় বিজেপি৷ যে দিলীপ ঘোষ তাঁর ডাকাবুকো ভাবমূর্তি এবং গরমাগরম মন্তব্যের জন্য পরিচিত, তাঁর মুখেও ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে হারানোর হুঙ্কার শোনা যায়নি৷ সেখানে দায়িত্ব নিয়েই মমতার পাড়ায় গিয়েই তাঁকেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছেন সুকান্ত মজুমদার৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumdar throws challenge to Mamata Banerjee at Bhabanipur: মমতার বুথ, অভিষেকের বাড়ির সামনে থেকে ভবানীপুরে প্রচার শুরু করছেন সুকান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল