কলকাতা পুরভোটের শেষদিনের প্রচারে বেরিয়ে বিজেপি রাজ্য সভাপতি অভিযোগ করেন, পুরসভা নির্বাচনের জন্য বহিরাগত লোকদের কলকাতায় আনছে তৃণমূল কংগ্রেস। তাঁর কথায়, ''কলকাতা পুরসভা নির্বাচনের জন্য বহিরাগতদের নিয়ে আসা হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে কলকাতায় বাইরের লোক ঢোকানো হয়েছে। ডানকুনি থেকে প্রচুর লোক এখানে আনা হয়েছে।'' যদিও বিজেপি রাজ্য সভাপতিকে পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম।
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েতের স্মৃতি উসকে পুরভোটেও বাহিনী চায় BJP, সিদ্ধান্ত বদলাবে ডিভিশন বেঞ্চে?
ফিরহাদ পাল্টা বলেন, ''এখানে আমাদের বহিরাগতদের আনার কোনও প্রয়োজনই পড়ে না। আমার সঙ্গে যাঁরা রয়েছেন তারাও প্রত্যেকে চেতলার মানুষ। গোটা বাংলাটাই তো আমাদের, আমাদের কেন বহিরাগত আনার প্রয়োজন পড়বে? সুকান্তবাবুরা অনেক কিছুই বলবেন। কারণ ওদের কোনও জনভিত্তি নেই। তাই এইসব অভিযোগ করছেন। এর কোনও প্রভাব পড়বে না। গোটা বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছে।''
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষায় শীর্ষস্থানে, দেশের মধ্যে ফের মুখ উজ্জ্বল বাংলার!
বস্তুত কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাই কোর্টে গিয়েছিল বিজেপি। কিন্তু সিঙ্গল বেঞ্চে তাঁদের আবেদন খারিজ হয়ে যায়। রাজ্য তথা কলকাতা পুলিশের উপরই ভরসা করে কোর্ট। কিন্তু সেই রায়ের বিরুদ্ধে হাই কোর্টের ডিভিশন বেঞ্চেও গিয়েছে গেরুয়া শিবির। সেই আর্জির শুনানি এখনও শেষ হয়নি।