এক্ষেত্রে সুকান্ত হাতিয়ার করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সাম্প্রতিক কিছু মন্তব্যকে। সুকান্ত লিখেছেন, ''বিজেপিকে আটকাতে সিপিএমের সমর্থন যে তৃণমূলের সাথে রয়েছে, তা তাদের নেতাদের বক্তব্যে প্রমাণ পাওয়া যায়। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের একই ফ্রেমে তাদের নেতার সখ্যতা এর আরো বড় উদাহরণ।'' ফেসবুক পোস্টে সুকান্ত বিভিন্ন সংবাদমাধ্যমের কাটিং ব্যবহার করে বিমান বসুর একটি মন্তব্য তুলে ধরেছেন। যেখানে বিমান বসু বলেছেন, ''তৃণমূলের সবাই চোর নয়।'' এছাড়াও রয়েছে বিমান বসুর আরও একটি মন্তব্য, ''বিজেপির বিরুদ্ধে যে কোনও দলের সঙ্গে জোটে থাকব।''
advertisement
আরও পড়ুন: ঝড় তুলেছে সিবিআই, সাত জায়গায় পরপর হানা! তালিকায় বিধায়ক, চেয়ারম্যান, কাউন্সিলররা
আরও পড়ুন: তৃণমূলে ফেরা অনেক নেতাই ফের বিজেপিতে? সুকান্তর দাবিতে তোলপাড় বাংলা
সুকান্তর সংযোজন, ''ফিশ ফ্রাই সেটিংয়ের সুর একই সুরে বাজছে, পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে, আসল সেটিং কাদের রয়েছে।'' প্রসঙ্গত, এতদিন সিপিএম তথা বামফ্রন্টকে দেখা গিয়েছে বিজেপি ও তৃণমূলের আঁতাত নিয়ে প্রচারে ঢাল করতে। বামফ্রন্টের তরফে বিজেমূল বলে প্রচারে ঝড় তুলতে দেখা গিয়েছে সাম্প্রতিক অতীতে।
আরও পড়ুন: এবার নজরে কমলকান্তি, অনুব্রতর সঙ্গে এমন সম্পর্ক! তাজ্জব সিবিআই, বড় রহস্যের সন্ধান
এবার বিজেপি সেই প্রচারটাই ফিরিয়ে দিতে চাইছে তৃণমূল ও সিপিএম তথা বামেদের যোগসূত্র তুলে ধরে। বিজেপির বিরুদ্ধে বাম-তৃণমূল যে জোট বেঁধেছে তা তুলে ধরতে বদ্ধপরিকর তারা। বিজেপি প্রচার করতে চাইছে, যতই পথে নামুন বামেরা, দিনের শেষে বামফ্রন্ট আর তৃণমূলের গোপন আঁতাত রয়েছে। সুকান্ত মজুমদারের ফেসবুক পোস্ট সেই সূত্রে বলেই মনে করছে রাজনৈতিক মহল।