শুক্রবারই দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বৈঠকের পরই শুভেন্দু অধিকারীর পর সুকান্তর মুখেও ৩৫৫’র কথা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন , ‘মন্ত্রক চিন্তা করবে। বাংলায় যা পরিস্থিতি তাতে যে কোনও মুহূর্তে জারি হতে পারে ৩৫৫’।
আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের আংটি বিতর্কে বিস্ফোরক মোড়, জেলের সুপারকে মারাত্মক নির্দেশ
advertisement
পঞ্চায়েত ভোটের আগে বঙ্গ সফরে এসেছিলেন শাহ। সে সময় তাঁর গলায় ছিল ৩৫ আসনের হুঙ্কার। কিন্তু, গ্রামের ভোটে তৃণমূলের কাছে ভরাডুবি হয়েছে বিজেপির। রাজবংশী থেকে মতুয়া, সব ভোটেই ধস নেমেছে। এমনই পরিস্থিতিতে ফের বঙ্গ সফরে আসছেন শাহ।
আরও পড়ুন: ভোট শেষ, চলছে হিংসা! এবার ক্যানিংয়ে কুপিয়ে খুন তৃণমূল কর্মী, অভিযুক্ত আইএসএফ
যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। শাহ-সুকান্ত বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে সুকান্ত মজুমদার জানান, উনি বাংলার পরিস্থিতি সব জানেন। তাও সময় দিয়ে সব শুনেছেন। আগস্টে ফের আসবেন। সভা করবেন। সাংগঠনিক বৈঠক করবেন। উনি লক্ষ্য রাখছেন। আগামী দিনে ভালো কিছু হবে, সেই বিশ্বাস আমাদের আছে’। বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে চড়তে শুরু করেছে রাজনীতির পারদ।