বুধবার সন্ধ্যায় গঙ্গাসাগর মেলা উপলক্ষে আয়োজিত ইডেন গার্ডেন সংলগ্ন অঞ্চলে পূণ্যার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থাপনা খতিয়ে দেখতে কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন সুকান্ত মজুমদার। কয়েকটি ক্যাম্পের উদ্যোক্তাদের পক্ষ থেকে সুকান্ত মজুমদারকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনাও জানানো হয়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে গঙ্গাসাগর মেলা উপলক্ষে আয়োজিত ক্যাম্পের সরকারি ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের কাছে কলকাতায় বড় করে গঙ্গাসাগর ভবন তৈরির দাবি জানান বিজেপি রাজ্য সভাপতি।
advertisement
সুকান্ত মজুমদার এই মর্মে বলেন, "যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার না করতে পারে, তাহলে বিজেপি ক্ষমতায় এলেই পূণ্যার্থীদের সুবিধার্থে গঙ্গাসাগর ভবন তৈরি করবে।" প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিজেপির বাজে কদমতলা গঙ্গার ঘাটে আরতি করতে পুলিশের বাধাকে কেন্দ্র করে মঙ্গলবার তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তথা সরকারের বিরুদ্ধে সুর চড়ান সুকান্ত।
আরও পড়ুন, ইংরেজ রাজ পরিবারে লঙ্কাকাণ্ড! ভাইয়ে-ভাইয়ে মারামারি, উইলিয়ামের বিরুদ্ধে হ্যারির অভিযোগ
আরও পড়ুন, আরও ২৪ ঘণ্টা তুষারপাত, বৃষ্টির সম্ভাবনা কোথায়? হাওয়া অফিসের পূর্বাভাসে বদলের ইঙ্গিত
পূণ্যার্থীদের খাওয়া-দাওয়ার জন্য তৈরি রান্নাঘরেও গিয়ে সুকান্ত মজুমদারকে দেখা যায় খুন্তি হাতে খিচুড়ি বানানোর কাজে হাত লাগাতে। সেখানেই সরকারের বিরুদ্ধে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ তুলে গঙ্গাসাগর ভবন তৈরির প্রসঙ্গ সামনে আনেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।