অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিস প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘সময় আসছে, সপরিবারেই ভেতরে থাকতে হবে। লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির সঙ্গে প্রত্যেকেই যুক্ত। আদালতের পর্যবেক্ষণে তদন্ত হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। সুকান্ত মজুমদারের কথায়, ‘‘ওই কোম্পানির সঙ্গে পরিবারের সবার নাম যুক্ত বলে আমরা জানতে পেরেছি। ভারতবর্ষের আইনের সেই শক্তি আছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিস ফের যদি উনি এড়িয়ে যান তাহলে আদালত এবার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেই আমাদের মনে হচ্ছে।’’
advertisement
প্রসঙ্গত, মিশন দিল্লি শেষ হয়েছে। আজ, বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবন অভিযান তৃণমূল কংগ্রেসের। এই আবহেই নিয়োগ দুর্নীতি মামলায় আবারও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করল ইডি। শুধু তিনিই নন। এবার কেন্দ্রীয় এজেন্সির ডাক অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও। তাঁকেও নোটিস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আগামী ৯ অক্টোবর অভিষেককে তলব করেছে ইডি। এদিকে, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে আগামী ১১ অক্টোবর। প্রসঙ্গত, আগেই ৬ ও ৭ তারিখ ডাকা হয়েছে অভিষেকের মা লতা ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কেও। সূত্রের খবর, আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে ইডি।