West Bengal Weather Forecast: উত্তরবঙ্গে লাল, দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা ! ফ্ল্যাশ ফ্লাডের আশঙ্কা উত্তরবঙ্গে, আবহাওয়ার উন্নতি কবে ?
- Published by:Siddhartha Sarkar
- local18
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Bengal Weather Forecast: ফ্ল্যাশ ফ্লাডের সম্ভাবনা বাংলায়। উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
ছত্তিশগড় সংলগ্ন এলাকা থেকে ইউ-টার্ন নিম্নচাপের। নিম্নচাপ ঝাড়খণ্ড হয়ে আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এখন বাংলাদেশের দিকে। ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপ । আগামী দু-দিনে এটি বাংলাদেশে ঢুকে শক্তি ক্ষয় করবে। সিকিম থেকে ছত্তিশগড় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে।
advertisement
আগামী তিন, চার দিনে উত্তর-পশ্চিম ভারতের বাকি রাজ্য থেকে এবং গুজরাতের কিছু অংশ, মধ্যপ্রদেশের কিছু অংশ এবং রাজস্থানের বেশিরভাগ অংশ থেকে বর্ষা বিদায় নেবে। জম্মু-কাশ্মীর, উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ এবং গুজরাতের বাকি অংশ থেকে আগামী দু-তিন দিনের মধ্যে বর্ষা বিদায় নেবে। উত্তর প্রদেশের পূর্বভাগ এবং মধ্যপ্রদেশের পূর্বভাগ ও মহারাষ্ট্রের কিছু অংশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হচ্ছে।
advertisement
advertisement
শুক্রবারও সকালের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। শনিবার সপ্তাহান্তে হাওয়া বদলের সম্ভাবনা। উত্তরবঙ্গে আজ, বৃহস্পতিবারও অতিভারী বৃষ্টির সতর্কতা। বেশ কয়েকটি জেলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । বৃষ্টির স্পেল শনি, রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে।
advertisement
advertisement
শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলাতে। শনি এবং রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। ফ্ল্যাশ ফ্লাডের আশঙ্কা উত্তরবঙ্গে। ভারী ও অতি ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলায় ধস নামার প্রবণতা সবথেকে বেশি। নদীর জলস্তর বাড়তে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই। নিচু এলাকায় জল জমতে পারে। নদীর প্লাবনের সম্ভাবনা রয়েছে। শস্যের ক্ষতি হওয়ার আশঙ্কা।
advertisement
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচে। শুক্রবার বেলার দিকে আংশিক মেঘলা আকাশ, কমবে বৃষ্টির পরিমাণ। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল, বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯২ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৬.৬ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।