TRENDING:

Sukanta Majumdar: ‘আমরা সব জায়গাতেই প্রার্থী দেব, যেখানে দেব না, সেখানে না দেওয়ার জন্যই দেব না’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর

Last Updated:

পদ্ম সংগঠনের দুর্বলতা ঢাকতেই কি মহাজোটের বার্তা বঙ্গ বিজেপি সেনাপতির? ভোট ময়দানে জোর জল্পনা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পঞ্চায়েত ভোটে তৃণমূলকে হারাতে কি বাম-কংগ্রেসকে সমর্থন রামের? বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের একটি মন্তব্যে তৈরি হয়েছে জল্পনা। বাম-কংগ্রেস নেতৃত্ব অবশ্য জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। তা হলে কি, পঞ্চায়েত ভোটে বিজেপি সব আসনে প্রার্থী দিতে পারবে না, এটা বুঝেই সুকান্তর গলায় জোটের বার্তা? প্রশ্ন নানা মহলে।
‘আমরা সব জায়গাতেই প্রার্থী দেব, যেখানে দেব না, সেখানে না দেওয়ার জন্যই দেব না’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
‘আমরা সব জায়গাতেই প্রার্থী দেব, যেখানে দেব না, সেখানে না দেওয়ার জন্যই দেব না’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
advertisement

রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদারের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘‘আমাদের সব আসনেই প্রার্থী দেওয়ার ক্ষমতা আছে। পঞ্চায়েত ভোটে সব জায়গাতেই প্রার্থী দেব। কিন্তু ষেখানে দেব না, সেখানে বুঝবেন না দেওয়ার জন্যই প্রার্থী দিইনি।’’ সামনে পঞ্চায়েত ভোট। ঘুটি সাজাচ্ছে সবপক্ষই। এরই মধ্যে পঞ্চায়েত ভোটে প্রার্থী দেওয়া নিয়ে বঙ্গ বিজেপির সেনাপতির মন্তব্যে তৈরি হয়েছে জোর জল্পনা। যদিও কয়েকদিন আগেই বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে জেলা সফরে গিয়ে নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সুকান্ত মজুমদার বলেছিলেন, ‘‘ আমরা সরাসরি বাম ও কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষে নই। আমরা একাই লড়ব।’’ তবে নিচু তলায় দলের নিয়ন্ত্রণ না থাকার প্রসঙ্গ টেনে বিরোধী জোটে  অলিখিত জোটের প্রশ্নে কার্যত সায় দিয়েছিলেন সুকান্ত মজুমদার।

advertisement

আরও পড়ুন- বাম-কংগ্রেস জোট ক্ষমতায় আসলে কে হবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী? 

আর এবার পঞ্চায়েত ভোটে বিজেপি রাজ্য সভাপতির প্রার্থীপদ ‘জেনে শুনে’ না দেওয়ার মন্তব্যে পঞ্চায়েত ভোটের মুখে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি পঞ্চাযেত ভোটে তৃণমূলকে হারাতে বাম-কংগ্রেসকে সমর্থন করবে বিজেপি? সূত্রের খবর, বঙ্গ বিজেপি মনে করছে, যে সব আসনে তাদের প্রার্থী থাকবে না সেখানে তারা বাম বা কংগ্রেসের সঙ্গে অলিখিত জোট করে লড়বে। যাতে বিরোধী ভোট ভাগ না হয় এবং তৃণমূলকে হারানো যায়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কথায়, ‘‘ওসব খেজুরে কথা বলে লাভ নেই। বিজেপি সব জায়গায় আমাদের প্রতিপক্ষ।’’

advertisement

আরও পড়ুন- ভারতের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে! চব্বিশের নির্বাচনের আগে চোখ ধাঁধানো 'উপহার' নরেন্দ্র মোদির

সুকান্ত মজুমদারের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পরিপ্রেক্ষিতে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জোট জল্পনা প্রসঙ্গ উড়িয়ে বলেন, ‘‘সব আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতা হারিয়েছে বিজেপি। তৃণমূলের বিকল্প একমাত্র বাম।’’  আর শাসক দলের তরফে তৃণমূল নেতা কুণাল ঘোষের খোঁচা, ‘‘ওরা বুঝে গিয়েছে যে ওদের পায়ের তলার থেকে মাটি সরে গিয়েছে। বিজেপি তথা বিরোধীরা যে কৌশলই নিক না কেন, বাংলার মানুষের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই আস্থা রয়েছে তা ফের প্রমাণিত হবে।’’

advertisement

গ্রাম পঞ্চায়েতে মোট আসন ৬২ হাজার ৪০৪। পঞ্চায়েত সমিতিতে ৯ হাজার ৪৯৮। জেলা পরিষদে ৯২৮ টি। এতেই অনেকের প্রশ্ন, এই প্রায় ৭৩ হাজার আসনে কি প্রার্থী দিতে পারবে বিজেপি? সেই সাংগঠনিক শক্তি কি রয়েছে বঙ্গ বিজেপির? সংগঠনের দুর্বলতা ঢাকতেই কি সুকান্তর জোট-বার্তা? নাকি এটা কৌশলে তৃণমূলের বিরুদ্ধে মহাজোটের বার্তা? এই প্রশ্নই তুলছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ইঙ্গিতপূর্ণ মন্তব্যকে কেন্দ্র করে এ রকমই নানা প্রশ্ন ভোট ময়দানেও ঘুরছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফেলনা বোতলেই বিজ্ঞানের চমক! বসিরহাটের গ্রামীণ স্কুলে পড়ুয়াদের হাতে তৈরি মাইক্রোস্কোপ
আরও দেখুন

ভেঙ্কটেশ্বর লাহিড়ী 

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumdar: ‘আমরা সব জায়গাতেই প্রার্থী দেব, যেখানে দেব না, সেখানে না দেওয়ার জন্যই দেব না’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল