Mumbai Delhi Expressway: ভারতের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে! চব্বিশের নির্বাচনের আগে চোখ ধাঁধানো 'উপহার' নরেন্দ্র মোদির

Last Updated:
এই সড়ক পথের দু'ধারে একাধিক অত্যাধুনিক পরিষেবর ব্যবস্থা থাকছে। থাকছে 'ওয়াটার হার্ভেস্টিং'-এর জন্য থাকছে 'ওয়াটার রিচার্জ পয়েন্ট'। ইন্টারনেটে সুবিধার জন্য থাকছে 'অপটিকাল ফাইবার কেবিল', জলরবরাহের জন্য পাইপলাইন এবং সৌরশক্তি চালিত বাতি
1/10
ভারতের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে। ১,৪০০ কিলোমিটার দীর্ঘ দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রজেক্ট। এই দীর্ঘ পথ নির্মাণে খরচ হতে চলেছে প্রায় ৫ হাজার ৯৪০ কোটি টাকা।
ভারতের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে। ১,৪০০ কিলোমিটার দীর্ঘ দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রজেক্ট। এই দীর্ঘ পথ নির্মাণে খরচ হতে চলেছে প্রায় ৫ হাজার ৯৪০ কোটি টাকা।
advertisement
2/10
রবিবার সেই বড় প্রকল্পেরই প্রথম ২৪৭ কিলোমিটার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রবিবার সেই বড় প্রকল্পেরই প্রথম ২৪৭ কিলোমিটার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
advertisement
3/10
রাজস্থানের দৌসায় দিল্লি-দৌসা-লালসট অংশের উদ্বোধন হল রবিবার। রাজস্থানের দৌসার ধানাওয়াড় গ্রাম থেকে সড়কপথের এই অংশের উদ্বোধন করলেন মোদি।
রাজস্থানের দৌসায় দিল্লি-দৌসা-লালসট অংশের উদ্বোধন হল রবিবার। রাজস্থানের দৌসার ধানাওয়াড় গ্রাম থেকে সড়কপথের এই অংশের উদ্বোধন করলেন মোদি।
advertisement
4/10
এই নতুন সড়কপথের ফলে রাজস্থানের জয়পুর থেকে দেশের রাজধানী দিল্লি পৌঁছতে সময় লাগবে মাত্র সাড়ে ৩ ঘণ্টা।
এই নতুন সড়কপথের ফলে রাজস্থানের জয়পুর থেকে দেশের রাজধানী দিল্লি পৌঁছতে সময় লাগবে মাত্র সাড়ে ৩ ঘণ্টা।
advertisement
5/10
এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি উপস্থিত কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ি এবং জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি উপস্থিত কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ি এবং জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
advertisement
6/10
চব্বিশেই রাজস্থানে বিধানসভা নির্বাচন। তার আগে পূর্ব রাজস্থানের গুজ্জ-মিনা সম্প্রদায় অধ্যুষিত এই অংশে ঝাঁ চকচকে জাতীয় সড়কের উদ্বোধন, মোদির নির্বাচনী 'চাল' বলেই মনে করছেন বিরোধীরা।
চব্বিশেই রাজস্থানে বিধানসভা নির্বাচন। তার আগে পূর্ব রাজস্থানের গুজ্জ-মিনা সম্প্রদায় অধ্যুষিত এই অংশে ঝাঁ চকচকে জাতীয় সড়কের উদ্বোধন, মোদির নির্বাচনী 'চাল' বলেই মনে করছেন বিরোধীরা।
advertisement
7/10
রাজস্থানের ক্ষমতা দখল করতে হলে গুজ্জর-মিনা সম্প্রদায়ের ভোট অন্যতম হাতিয়ার বিজেপির। গত নির্বাচনে, এই দুই সম্প্রদায়ের ভোটই কিছুটা হলেও কংগ্রেসের দিকে ঝুঁকেছিল।
রাজস্থানের ক্ষমতা দখল করতে হলে গুজ্জর-মিনা সম্প্রদায়ের ভোট অন্যতম হাতিয়ার বিজেপির। গত নির্বাচনে, এই দুই সম্প্রদায়ের ভোটই কিছুটা হলেও কংগ্রেসের দিকে ঝুঁকেছিল।
advertisement
8/10
এদিন দৌসার জনসভা থেকে মোদির আহ্বান, "রাজস্থানকে বাঁচাতে বিজেপি-কে ফের ক্ষমতায় ফিরিয়ে আনা দরকার। রাজস্থানে যদি ডাবল ইঞ্জিন সরকার থাকত, তাহলে রাজস্থানে আরও উন্নয়ন হতো। কংগ্রেস না নিজে কাজ করে, না কাউকে কাজ করতে দেয়।"
এদিন দৌসার জনসভা থেকে মোদির আহ্বান, "রাজস্থানকে বাঁচাতে বিজেপি-কে ফের ক্ষমতায় ফিরিয়ে আনা দরকার। রাজস্থানে যদি ডাবল ইঞ্জিন সরকার থাকত, তাহলে রাজস্থানে আরও উন্নয়ন হতো। কংগ্রেস না নিজে কাজ করে, না কাউকে কাজ করতে দেয়।"
advertisement
9/10
এদিন রাজস্থানের দৌসারে ন্য়াশনাল হাইওয়ে প্রকল্পের উপরে করা একটি প্রদর্শনীও ঘুরে দেখেন মোদি।
এদিন রাজস্থানের দৌসারে ন্য়াশনাল হাইওয়ে প্রকল্পের উপরে করা একটি প্রদর্শনীও ঘুরে দেখেন মোদি।
advertisement
10/10
এই সড়ক পথের দু'ধারে একাধিক অত্যাধুনিক পরিষেবর ব্যবস্থা থাকছে। থাকছে 'ওয়াটার হার্ভেস্টিং'-এর জন্য থাকছে 'ওয়াটার রিচার্জ পয়েন্ট'। ইন্টারনেটে সুবিধার জন্য থাকছে 'অপটিকাল ফাইবার কেবিল', জলরবরাহের জন্য পাইপলাইন এবং সৌরশক্তি চালিত বাতি
এই সড়ক পথের দু'ধারে একাধিক অত্যাধুনিক পরিষেবর ব্যবস্থা থাকছে। থাকছে 'ওয়াটার হার্ভেস্টিং'-এর জন্য থাকছে 'ওয়াটার রিচার্জ পয়েন্ট'। ইন্টারনেটে সুবিধার জন্য থাকছে 'অপটিকাল ফাইবার কেবিল', জলরবরাহের জন্য পাইপলাইন এবং সৌরশক্তি চালিত বাতি
advertisement
advertisement
advertisement