২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পরই তৃণমূলের সংগঠনকে গোটা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য স্থির করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই লক্ষ্যে প্রথম গোয়া এবং ত্রিপুরায় ঝাঁপিয়েছিল বাংলার শাসক দল৷ আজ ত্রিপুরার ফল প্রকাশ্যে আসতেই তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন সুকান্ত মজুমদার।
advertisement
কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতাকে দলে টেনেও গোয়ায় বিশেষ সুবিধা করতে পারেনি তৃণমূল৷ এবার ত্রিপুরার বিধানসভা নির্বাচনেও বিপর্যয়ের মুখে ঘাসফুল শিবির৷ নির্বাচন কমিশনের তথ্য বলছে, ত্রিপুরায় সাকুল্যে এক শতাংশ ভোটও পায়নি তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের তুলনায় নোটা-তে ভোট পড়েছে বেশি৷ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এবারেও গেরুয়া ঝড় উঠেছে৷
আরও পড়ুন: ত্রিপুরা নিয়ে তৃণমূলকে 'ভবিষ্যদ্বাণী' খোঁচা শুভেন্দুর! সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন...
আরও পড়ুন: অ্যাডিনোভাইরাসে ফের মৃত্যু! একাধিক অঙ্গ বিকল... কলকাতা মেডিক্যাল কলেজে মৃত্যু হগলির শিশুর
৩৯ শতাংশের বেশি ভোট পেয়ে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় বিজেপি৷ যদিও লড়াই দিয়েছে বাম-কংগ্রেস জোট৷ উল্লেখযোগ্য ফল করেছে প্রথমবার ভোটে লড়া তিপ্রামোথাও৷ তবে চব্বিশের লোকসভা ভোটের আগে বৃহস্পতিবারের ফলাফল সামনে আসার পর তৃণমূল কার্যত মুখ থুবড়ে পড়ল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। তৃণমূল নেতা তথা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম নিউজ এইট্টিন বাংলাকে বলেন,' সাগরদিঘি সহ অন্যান্য জায়গায় কেন এই পরাজয় দল অনুসন্ধান করে দেখছে'।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী