দিলীপ ঘোষ এবং বিতর্ক ছায়াসঙ্গী (Dilip Ghosh Controversies৷ গরুর দুধে সোনা থেকে শুরু করে বিরোধী দলের নেতা, কর্মীদের বুকে পা তুলে দেওয়ার হুমকি, বিজেপি রাজ্য সভাপতি (BJP Bengal President) পদে বসা ইস্তক একের পর একে বিতর্কিত মন্তব্য করে গিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷ একদিকে তা যেমন রাজ্যে বিজেপি কর্মীদের চাঙ্গা করেছে, একই সঙ্গে দলকেও বিড়ম্বনায় পড়তে হয়েছে৷ তবু দিলীপ থেকে গিয়েছেন দিলীপেই৷
advertisement
আরও পড়ুন: মমতার বুথ, অভিষেকের বাড়ির সামনে থেকে ভবানীপুরে প্রচার শুরু করছেন সুকান্ত
রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দিলীপ ঘোষের এই ভাবমূর্তি নিয়েই প্রশ্ন করা হয়েছিল সুকান্ত মুখোপাধ্যায়কে৷ তিনিও একই পথে হাঁটবেন কি না জানতে চাওয়ায় সুকান্ত মজুমদারের স্পষ্ট জবাব, 'ওটা দিলীপ ঘোষকেই মানায়। দিলীপ ঘোষ, দিলীপ ঘোষই। আমি সুকান্ত মজুমদার, আমার একটা স্বতন্ত্র পরিচয় আছে।'
রাজ্য সভাপতি পদে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিয়মিত চা চক্রে যেতেন দিলীপ ঘোষ৷ এই চা চক্রকে কেন্দ্র করে একাধিকবার তৃণমূলের সঙ্গে সংঘাতেও জড়িয়েছেন তিনি৷ সুকান্ত মজুমদার অবশ্য দিলীপ ঘোষের মতো চা চক্রে অংশ নিতে চান না৷ দিলীপের দেখানো পথে না হেঁটে তিনি যে স্বতন্ত্র ভাবে সংগঠনকে চাঙ্গা করবেন, তাও স্পষ্ট করে দিয়েছেন বিজেপি-র নবনিযুক্ত রাজ্য সভাপতি৷ তাঁর কথায়, 'চা চক্র দিলীপদাই করবেন। আমরা অন্যকিছু করব।'
বিজেপি রাজ্য সভাপতি হিসেবে অমর্ত্য সেন থেকে শুরু করে একাধিক বুদ্ধিজীবীকেও আক্রমণ করতে ছাড়েননি দিলীপ৷ আর তা করতে গিয়েই প্রায়শই তাঁর ভাষাজ্ঞান নিয়ে প্রশ্ন উঠেছে৷ বুদ্ধিজীবীদের সমালোচনা নিয়ে দিলীপের পাশে দাঁড়ালেও পেশায় অধ্যাপক সুকান্ত মজুমদার অবশ্য বুঝিয়ে দিয়েছেন, কখনওই শালীনতার মাত্রা ছাড়াবেন না তিনি৷ বিজেপি রাজ্য সভাপতি বলেন, 'বুদ্ধিজীবী বলে তাঁদের সমালোচনা করা যাবে না, এমনটা তো হতে পারে না। তবে, আমি শালীনতা বজায় রেখেই সমালোচনা করতে চাই।'
দিলীপ ঘোষ এবং সুকান্ত ঘোষ, দু' জনেই আরএসএস করে বিজেপি রাজ্য সভাপতি পদে বসেছেন৷ তবে মিল থাকলেও তাঁদের মধ্যে যে অমিলও অনেক, পদে বসেই বুঝিয়ে দিলেন বালুরঘাটের সাংসদ৷